ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির বিজয় র‌্যালিতে ভিসি জাতির আত্মত্যাগের চূড়ান্ত পরিণতি ১৬ ডিসেম্বর

প্রকাশিত: ০৮:৪০, ৪ ডিসেম্বর ২০১৭

ঢাবির বিজয় র‌্যালিতে ভিসি জাতির আত্মত্যাগের চূড়ান্ত পরিণতি ১৬ ডিসেম্বর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ডিসেম্বর মাস বাঙালীর অহঙ্কারের, গর্বের আর বিজয়ের মাস। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার মাস। জাতি-ধর্ম-নির্বিশেষে সর্বস্তরের বাঙালী শ্রদ্ধাভরে বিজয় মাসকে স্মরণ করে। জাতি যে আত্মত্যাগ করেছিল সেই ত্যাগের চূড়ান্ত ঐতিহাসিক পরিণতি হলো ১৬ ডিসেম্বর। রবিবার মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালির পরে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এসব কথা বলেন। অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বিজয়ের মাসে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিভিন্ন গণতান্ত্রিক মুক্তি সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, জাতি বিনির্মাণে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছে গণতন্ত্রের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়, এজন্য আমরা গর্ববোধ করি। শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক, উদার ও নৈতিক মানবিক মূল্যবোধের চেতনা বিকাশের লক্ষ্যে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই বিজয় র‌্যালির আয়োজন করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি পাওয়াকে উদ্বৃত করে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ না দিলে ২৬ মার্চ হতো না, ১৬ ডিসেম্বরও হতো না, একটি স্বাধীন দেশের জন্মও হতো না।
×