ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চবি শিক্ষক প্রতিনিধি নির্বাচনে হলুদ দল ৮ সাদাদল ২ পদে জয়ী

প্রকাশিত: ০৬:৩০, ৪ ডিসেম্বর ২০১৭

চবি শিক্ষক প্রতিনিধি নির্বাচনে হলুদ দল ৮ সাদাদল ২ পদে জয়ী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ফাইন্যান্স কমিটির নির্বাচনে ১১টি পদের মধ্যে আওয়ামী ও বামপন্থী হলুদ দলের প্রার্থীরা ৮টি পদে, বিএনপিপন্থী সাদা দলের প্রার্থীরা ২টি পদে এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটরিয়ামে ভোটগ্রহণ শেষে এ ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং অফিসার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক কামরুল হুদা। একাডেমিক কাউন্সিল ও ফাইন্যান্স কমিটির নির্বাচনে আওয়ামীপন্থী হলুদ দল সব পদে বিজয়ী হলেও সিন্ডিকেট নির্বাচনে তাদের বিপর্যয় হয়েছে। সিন্ডিকেটের চারটি পদের মাত্র ১ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী প্রভাষক সেতু রঞ্জন বিশ্বাস। অপরদিকে বিএনপি ও জামায়াতপন্থী সাদা দলের অধ্যাপক ড. মোজাফফর আহমদ চৌধুরী ১১৭ ভোট ও সহকারী অধ্যাপক ড. মুহাম্মাদ শাখাওয়াত হোসাইন ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সিন্ডিকেটের সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী এসএম সাদাত আল সাজিব ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে হলুদ দলের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ রিদোয়ান মুস্তফা পেয়েছেন ৯২ ভোট। এদিকে একাডেমিক কাউন্সিলের সব পদেই হলুদ দলের প্রার্থীরা নির্বাচিত। এ পরিষদের সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে নির্মল কুমার সাহা ২৯৫ ভোট এবং ড. মুহাম্মাদ সাইদুল ইসলাম ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে মোহাম্মাদ শাহ আলমগীর ৩৪০ ভোট এবং সুলতানা সুকন্যা বাশার ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রভাষক ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মরিয়ম ইসলাম ও মোঃ মাহবুব হাসান। ফাইন্যান্স কমিটিতে হলুদ দল হতে অধ্যাপক আবু মুহাম্মাদ আতিকুর রহমান ৩৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। হবিগঞ্জে ভূমি দখলের চেষ্টার প্রতিবাদে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩ ডিসেম্বর ॥ হিন্দু সম্প্রদায়ের মন্দিরের ভূমি দখলের চেষ্টা বাড়ি-ঘরে হামলা-ভাংচুর ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে মন্দিরের সম্মুখে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের ডাকে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট পুণ্যব্রত চৌধুরী বিভু, এ্যাডভোকেট নলীনি কান্ত রায় নিরু, এ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অনুপ কুমার দেব মনা, এ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিট প্রমুখ বক্তারা আসামিদের অবিলম্বে গ্রেফতার ও সংখ্যালঘুদের নিরাপত্তায় আরও জোরালো পদক্ষেপ নেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
×