ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ভার্সিটির ডিনের সাক্ষাত

প্রকাশিত: ০৬:২২, ২ ডিসেম্বর ২০১৭

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ভার্সিটির ডিনের সাক্ষাত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনির্ভাসিটি বাংলাদেশের আর্থ এ্যান্ড ওশান সায়েন্স ফ্যাকাল্টির ডিন কমোডর শেখ মাহামুদুল হাসান। বৃহস্পতিবার সকালে উপাচার্যের দফতরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের মাঝে সমঝোতা স্মারক নিয়ে আলোচন করেন। কমোডর শেখ মাহামুদুল হাসান নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের হাতে একটি খসড়া স্মারকপত্র তুলে দেন, যা পরবর্তীতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে। এ সময়ে উপস্থিত ছিলেন সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ।-বিজ্ঞপ্তি।
×