ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

গান আবৃত্তি নৃত্যের ছন্দে ‘বিজয় মাসের প্রথম প্রভাত’

প্রকাশিত: ০৫:৪০, ২ ডিসেম্বর ২০১৭

গান আবৃত্তি নৃত্যের ছন্দে ‘বিজয় মাসের প্রথম প্রভাত’

স্টাফ রিপোর্টার ॥ বছর ঘুরে আবার এলো বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসেই পৃথিবীর মানচিত্রে স্বাধীন জাতির অহংকারে অভ্যুদয় ঘটে বাঙালীর রাষ্ট্র বাংলাদেশের। বাঙালী জাতিসত্তার গৌরবগাথার সাক্ষ্যবহ মাসটির প্রথম দিন ছিল শুক্রবার। হালকা শীতমাখা হেমন্তের সকালে বিজয় মাসের অনবদ্য এক ক্যানভাসের দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে। হৃদয় উজাড় করে শিল্পীরা গাইলেন দেশের গান। আবৃত্তিশিল্পীদের কণ্ঠে উচ্চারিত হলো স্বদেশের বন্দনামাখা কবিতার পঙ্ক্তিমালা। অভিব্যক্তির সঙ্গে মুদ্রার সম্মিলনে গানের সুরে নৃত্যশিল্পীরাও প্রকাশ করলেন মা ও মাটির ভাল। বিশিষ্টজনের আলাপচারিতায় উঠে এলো জাতির সংগ্রাম ও অর্জনের কথা। এভাবেই কথনের সঙ্গে নৃত্য-গীত ও কবিতার মেলবন্ধনে অনুষ্ঠিত হলো ‘বিজয় মাসের প্রথম প্রভাত’ নামের আয়োজনটি। এ অনুষ্ঠানের আয়োজন করে পদক্ষেপ বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান। সম্মানিত অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা। সভাপতিত্ব করেন পদক্ষেপ সংগঠনের সভাপতি বাদল চৌধুরী। আলোচনা শেষে ছিল নাচ-গান ও কবিতায় সাজানো সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বে সমবেত সঙ্গীত পরিবেশন করে ক্রান্তি, ঋষিজ শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র ও পদক্ষেপ বাংলাদেশের শিল্পী। বৃন্দ নৃত্য পরিবেশন করে বুলবুল ললিতকলা একাডেমি, নৃত্যজন ও নৃত্যাক্ষের শিল্পী। দলীয় আবৃত্তি উপস্থাপন করে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র ও স্বরব্যাঞ্জন। একক কণ্ঠে গান শোনান মহাদেব ঘোষ, বিমান চন্দ্র বিশ্বাস, আরিফুর রহমান, আবিদা রহমান সেতু। কবিতার দোলায়িত ছন্দে একক কণ্ঠে আবৃত্তি পরিবেশন করেন মাসকুর-এ-সাত্তার কল্লোল, মাসুম আজিজুল বাসার ও বুশরা আহমেদ তিথি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানজারুল ইসলাম চৌধুরী সুইট। ব্যান্ড ফেস্টে তারুণ্যের উচ্ছ্বাস ॥ শুক্রবার তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনের চেতনা চত্বরটি মেতেছিল তারুণ্যের উচ্ছ্বাসে। এই আনন্দের উপলক্ষ ব্যান্ডদলের বৈচিত্র্যময় সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠিত হলো চ্যানেল আই আয়োজিত চতুর্থ ব্যান্ড ফেস্ট। পরিবেশনায় অংশ নেয় এলআরবিসহ ১৬টি ব্যান্ডদল। আয়োজনে শুরুতেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত অতিথি ও দর্শকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, গত বছর তৃতীয় ব্যান্ড ফেস্টে এসেছিলেন মেয়র আনিসুল হক। সেই আয়োজনে আনিসুল হক বলেছিলেন, ‘ব্যান্ড হল বোল্ড, ইয়াং ও বিউটিফুল’। তারুণ্যের উদ্দামতাকে সঙ্গে নিয়ে পৃথিবী জয়ের জন্য একটি গান, একটি লয় ও একটি সুরই যথেষ্ট। শিল্পের সৌন্দর্যকে নিজের মধ্যে ধারণ করলে জীবনও বদলে যায়। ফেস্টে উপস্থিত তরুণ ব্যান্ডশিল্পীদের উদ্দেশে তিনি বলেছিলেন, তরুণরা প্রত্যেকে একটি করে শক্তি যে সমাজ ও দেশকে বদলে দিতে পারে, ভালবাসার সংজ্ঞা বদলে দিতে পারে। মানুষ স্বপ্নের চেয়েও বড়, এটি সবসময় মনে রাখবে’। কবুতর ও বেলুন উড়িয়ে ফেস্টের উদ্বোধন করেন শাইখ সিরাজসহ উপস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। এর আগে ১৯৭১ সালের ১ আগস্ট মুক্তিযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এ জোয়ান বায়েজের গাওয়া ‘বাংলাদেশ’ গানটি গেয়ে ব্যান্ড ফেস্টের সূচনা করেন কণ্ঠশিল্পী এলিটা করিম। এরপরই ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানের সঙ্গে পতাকা হাতে মঞ্চে একে একে উঠে আসেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। আজম খানের গান গাইতে গাইতে তাদের সঙ্গে যোগ দেন আইয়ুব বাচ্চু, মেহেরীন ও জলের গান।
×