ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে স্কুলের শতবর্ষ উদ্যাপন

প্রকাশিত: ০৪:২৭, ২ ডিসেম্বর ২০১৭

পিরোজপুরে স্কুলের শতবর্ষ উদ্যাপন

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১ডিসেম্বর ॥ পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করল প্রাক্তন ও বর্তমান ছাত্ররা। শুক্রবার সকালে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্কুলটি থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইস্হাক আলী খান পান্না, শত বছর উদযাপন পরিষদের আহবায়ক এ্যাডভোকেট এমএ মান্নান, সদর উপজেলা ইউএনও জামাল হোসেন, টাউন মাধ্যমিক বিদ্যালয়েরে প্রধান শিক্ষক আব্দুল করিম , আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট হাকিম হাওলাদার, কাজী মুজিবুর রহমান, শাজাহান খান তালুকদার, নানা পোদ্দান, রেজাউল করিম মন্টু, খালিদ আবু, নজরুল ইসলাম, মোজাম্মেল হক, মাহামুদুল হাসান প্রমুখ। জামালপুরে বর্জ্যমুক্ত করতে উদ্যোগ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১ ডিসেম্বর ॥ শহরকে বর্জ্যমুক্ত করে ক্লিন জামালপুর, গ্রীন জামালপুর গড়ার উদ্যোগ নিয়েছে জামালপুর পৌর কর্তৃপক্ষ। পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রধান অতিথি হিসেবে শুক্রবার সকালে ৫ নম্বর ওয়ার্ডের বোসপাড়ায় নিজে বর্জ্য অপসারণ করে বর্জ্যমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ উপলক্ষে স্থানীয় উদয়ন সংঘের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা ও বোসপাড়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক, সংগঠনটির সাধারণ সম্পাদক শহীদ বক্স চিশতী, যুগ্মসাধারণ সম্পাদক রাশেদুজ্জামান প্রমুখ।
×