ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর ॥ আহত ৬

প্রকাশিত: ০৪:২৭, ২ ডিসেম্বর ২০১৭

হবিগঞ্জে বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর ॥ আহত ৬

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১ ডিসেম্বর ॥ প্রভাবশালী চক্র বাহুবল উপজেলার পল্লী বনিয়াগাঁওয়ের ইজ্জতনগর এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের তীর্থ স্থানসহ ভূমি দখলের চেষ্টা, সেবায়েত ভুপেন্দ্র চন্দ্র করের বাড়িতে মূর্তি ও ছবি ভাংচুর বাড়ি-ঘরে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া সন্ত্রাসী চক্রের হামলায় আহত হয়েছেন সংখ্যলঘু অন্তত ৭ সদস্য। এদিকে এই ঘটনার পর সংশ্লিষ্ট সংখ্যালঘু পরিবারগুলোর মাঝে বিরাজ করছে ভয় ও উৎকণ্ঠা। তবে জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে হামলা শিকার পরিবারগুলোর সহযোগিতাসহ সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। কোন মূর্তি ভাংচুর হয়নি বলে প্রশাসন দাবি করে বলেছে, ঘটনাস্থল সরেজমিন পরিদর্শনের সময় সেবায়েতের বাড়ির ভেতরে থাকা নিজস্ব পূজাকক্ষের একটি কোপ জানালায় সন্ত্রাসীরা কোপ দিয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলার ঘটনা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি এ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এমন ঘটনা ন্যক্কারজনক। আমরা তার নিন্দা জানাই এ সময় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, স্বপন লাল বণিক, এ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, আশুতোষ অধিকারী, দিপুল রায়, শঙ্খ শুভ্র রায়, নেহারঞ্জর দেব, মিহির দে প্রমুখ শুক্রবার ভোরে সংঘটিত এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিক ৭ জনকে আটক করেছে। এরা হলো, উপজেলার বানিয়াগাঁও গ্রামের বাসিন্দা মূল হোতা মোতাব্বির হোসেন, আবুল হোসেন, কাছুম আলী, বেলায়েত মিয়া, ইহসান মিয়া ও উত্থান মিয়াসহ আরও একজন।
×