ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার উন্নয়নে সরকারের ভূমিকা অনস্বীকার্য ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৪:০৬, ১ ডিসেম্বর ২০১৭

শিক্ষার উন্নয়নে সরকারের ভূমিকা অনস্বীকার্য ॥ পরিকল্পনামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩০ নবেম্বর ॥ পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল এমপি বলেছেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন একটি সুশৃঙ্খল, দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠীর সংগঠন। তারা ইসলামের লেবাসে হঠকারী রাজনীতি করছে না, কোন অপশক্তির ছত্রছায়ায়ও লালিত হচ্ছে না। তিনি বলেন, দিন দিন মাদ্রাসা শিক্ষকদের সম্মান বেড়েই চলেছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে বর্তমান সরকারের ভূমিকা অনস্বীকার্য। দেশের চলমান উন্নয়নের জোয়ারে তাদের আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার মৌকারা দরবার শরীফের দারুস সুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জমিয়াতুল মোদার্রেছীন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসা শিক্ষা অধিদফতর, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলা সভাপতি ও নাঙ্গলকোট মৌকারা দরবার শরীফের পীর মাওলানা শাহ মোহাম্মদ নেছার উদ্দীন ওয়ালি উল্লাহীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার বরুড়া আসনের সাবেক এমপি নাসিমুল আলম চৌধুরী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় সভাপতি এএমএম বাহাউদ্দিন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু প্রমুখ। ভাড়াটিয়া ও তার স্ত্রীকে খুঁজছে পুলিশ সৈয়দপুরে জোড়া খুন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে বিএনপি নেতা ও এক তরুণীসহ জোড়া খুনের চাঞ্চল্যকর ঘটনায় বৃহস্পতিবার দুপুরে জেলার মর্গে লাশ দুইটির ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় ওই বিএনপি নেতার বড় ভাই আব্দুর রশীদ বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছে ওই জোড়া খুনের ঘটনায় পলাতক ওই বাসার ভাড়াটিয়া শিবলী সাদিক ও তার স্ত্রী শান্তাকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থান অভিযান পরিচালনা করছে। মাদ্রাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৩০ নবেম্বর ॥ জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান পহেলা জানুয়ারি। ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ওই বছরই মাদ্রাসাটি কলকাতা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অনুমোদন পায়। মাদ্রাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আগামী ৩ ও ৪ জানুয়ারি আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এর মধ্যে শোভাযাত্রা, শতবর্ষ পূর্তি সমাবেশ, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা উল্লেখযোগ্য। এ বিষয়ে মাদ্রাসা প্রাঙ্গণে গবর্নিং বর্ডির সহ-সভাপতি আনোয়ারুল হক বৃহস্পতিবার সাংবাদিকদের এ কর্মসূচী ঘোষণা করেন।
×