ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদত্যাগের পরও জিম্বাবুয়ে সরকারকে পরামর্শ দেবেন মুগাবে

প্রকাশিত: ১৮:২৬, ২৭ নভেম্বর ২০১৭

পদত্যাগের পরও জিম্বাবুয়ে সরকারকে পরামর্শ দেবেন মুগাবে

অনলাইন ডেস্ক ॥ ব্যাপক নাটকীয়তার পর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জিম্বাবুয়ের দীর্ঘদিনের শাসক রবার্ট মুগাবে। তবে এর পরও তার ভূমিকা শেষ হচ্ছে না বলে জানিয়েছেন জিম্বাবুয়ের ক্ষমতাসীন মহল। মুগাবের পদত্যাগে মধ্যস্থতাকারী ছিলেন খ্রিষ্টান পুরোহিত রেভারেন্ড ফিদেলিস মুকোনোরি। তিনি বলেন, পদত্যাগের পরও প্রবীণ রাষ্ট্রনায়ক হিসাবে জিম্বাবুয়ের রাজনৈতিক ভূমিকায় থাকবেন রবার্ট মুগাবে। কী ভূমিকা থাকবে মুগাবের? এ প্রশ্নে মুকোনোরি বলেন, প্রবীণ রাষ্ট্রনায়ক হিসাবে মুগাবে নতুন প্রেসিডেন্টসহ সবাইকে 'উপদেশ' দেবেন। ৯৩ বছর বয়সী মুগাবে গত মঙ্গলবার সামরিক বাহিনীর হস্তক্ষেপ এবং দেশবাসীর ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন। তার জায়গায় নতুন প্রেসিডেন্ট হিসাবে গত শুক্রবার শপথ নেন এমারসন এমনানগাওয়া। মুগাবের ঘনিষ্ঠ মিত্র হওয়ার পরও এ মাসের শুরুর দিকে এমনানগাওয়া বরখাস্ত হওয়াকে কেন্দ্র করে জিম্বাবুয়েতে রাজনৈতিক সংকট সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তা মুগাবের পতন ডেকে আনে। মুকোনোরি আরো বলেন, মুগাবে ও তার স্ত্রী গ্রেস মুগাবে রাজধানী হারারেতে তাদের বাড়িতেই আছেন। তাদের দেশ ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, 'আফ্রিকান বিশ্বে বয়স্ক নাগরিকরা উপদেশ, পরামর্শ দিয়ে থাকেন। পুরোহিত মুকোনোরি সেনাবাহিনী এবং মুগাবের মধ্যে মধ্যস্থতার মধ্য দিয়ে মুগাবেকে পদত্যাগে রাজি করান। এরপর তিনিই জানালেন, রাজনীতিতে এখনো মুগাবের ভূমিকা থাকছে। নতুন প্রেসিডেন্ট এমনানগাওয়া রাজনৈতিক পরামর্শ নিতে পূর্বসূরি মুগাবের কাছে যাবেন বলে জানিয়েছেন মুকোনোরি।
×