ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সাংবাদিক শিমুল হত্যা মামলা পুনঃতদন্ত দাবি

প্রকাশিত: ০৬:০৬, ২৭ নভেম্বর ২০১৭

সাংবাদিক শিমুল হত্যা মামলা পুনঃতদন্ত দাবি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল খুনের ঘটনার ১০ মাস পর নিজেদের নির্দোষ দাবি করে প্রকৃত খুনীদের চিহ্নিত করার জন্য মামলাটির পুনঃতদন্ত দাবি করেছেন হত্যা মামলার ২৯ জন চার্জশীটভুক্ত আসামি। একই সঙ্গে এই মামলাটি রাজনৈতিক ষড়যন্ত্রমূলক উল্লেখ করে প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুর মুক্তি দাবিও করেন তারা। ঘটনার প্রায় ১০ মাস পর রবিবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এই দাবি জানানো হয়। বক্তব্য পড়ে শোনান শাহজাদপুর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ও শিমুল হত্যা মামলার ১৬ নং আসামি শীতিকণ্ঠ ঘোষ শিমুল। তিনি বলেন, ঘটনার দিন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুর রহিমের নেতৃত্বে দুই শতাধিক অবৈধ অস্ত্রধারী মেয়র মীরুর বাড়িতে হামলা করে। এ সময় মেয়র মীরুর কতিপয় কর্মী ও এলাকাবাসী হামলাকারীদের ধাওয়া করলে তারা গুলিবর্ষণ করে। এ সময় হামলাকারীদের গুলিতেই আহত হন কর্তব্যরত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলসহ মেয়র মীরুর চার কর্মী। গুরুতর আহত শিমুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার জন্য তার আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করেন মেয়র মীরু। কিন্তু ঢাকায় যাবার পথে তার মৃত্যু হলে একটি মহল শিমুলের স্ত্রীকে ভুল বুঝিয়ে নিরপরাধ মীরু ও তার কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করানো হয়। সংবাদ সম্মেলনে জামিনে মুক্তি পাওয়া আসামিরা বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের অধিকাংশই ঘটনার দিন উপস্থিত ছিলেন না।
×