ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আওয়ামী লীগ নেতা নিহত

প্রকাশিত: ০৫:৪৪, ২৫ নভেম্বর ২০১৭

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আওয়ামী লীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৪ নবেম্বর ॥ রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা শাহজাহান আটিয়া (৬০) নিহত হয়েছেন। রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের কচুয়ায় শুক্রবার বিকেলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় শাহজাহান বাড়ি থেকে চাটখিল যাওয়ার পথে ঘটনাস্থলে একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। মাদারীপুরে দুই বন্ধু নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর থেকে জানান, বৃহস্পতিবার রাতে শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে থাক্কা খেয়ে দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় অপর বন্ধু গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, বৃস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে থাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু কাঞ্চন মৃধা (৩০) ও রুবেল মোড়ল (২৮) ঘটনাস্থলেই নিহত হয়। অপর বন্ধু বিপ্লব মাদবর (২৯) গুরুতর আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত কাঞ্চন মৃধা শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল খালেক মৃধার ছেলে এবং নিহত রুবেল মোড়ল কাদিরপুর ইউনিয়নের মোজ্জাফরপুর গ্রামের ইসমাইল মোড়লের ছেলে। আহত বিল্পব মাদবর কাদিরপুর ইউনিয়নের শফি হাওলাদারের কান্দি গ্রামের আবদুল মান্নান মাদবরের ছেলে। কুষ্টিয়ায় হেলপার নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ১০ জন। নিহতের নাম উদয় কুমার দেব (৩৬)। তিনি ওই বাসের হেলপার। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই রাতে বটতৈল আনসার ক্যাম্পের সামনে সৈয়দপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সুপারভাইজার উদয়সহ অন্তত ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে উদয় মারা যায়। তার বাড়ি নাটোর সদর উপজেলার মোকারিমপুর এলাকায়। মাগুরায় শিশু নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামে সড়ক দুর্ঘটনায় আয়ুষ বৈদ্য (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের আনন্দ কুমার বৈদ্যের ছেলে । জানা যায়, সদর উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামে আয়ুষ বৈদ্য নামে শিশুটি সড়ক পার হওয়ার সময় ে পছন থেকে একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয় ।
×