ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে রাশিয়া সফরে আসাদ

প্রকাশিত: ০৫:০৭, ২২ নভেম্বর ২০১৭

ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে রাশিয়া সফরে আসাদ

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশ কেন্দ্র সোচি শহরে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গেও একই জায়গায় আজ বুধবার পুতিনের বৈঠকের কথা রয়েছে। বর্তমানে সিরীয় সরকার গৃহযুদ্ধে বিদ্রোহী ও কথিত ইসলামিক স্টেটের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তুরস্ক ও ইরানের প্রেসিডেন্টকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। ২৮ নবেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় জাতিসংঘের বৈঠক সামনে রেখে বিশ্বের ক্ষমতাধর তিন প্রেসিডেন্টের সাক্ষাত ঘটবে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, বাসার আল-আসাদ এক অনানুষ্ঠানিক সফরে রাশিয়ায় অবস্থান করছেন। মঙ্গলবার তারা শান্তিপ্রক্রিয়া নিয়ে বৈঠকে বসেন। রাশিয়া, তুরস্ক ও ইরান ত্রয়ীর মধ্যে এটাই হবে প্রথমবারের মতো বৈঠক। সিরিয়ায় ছয় বছর ধরে গৃহযুদ্ধের অবসানে জোরালো চেষ্টায় সহযোগিতায় করতে আঙ্কারা, মস্কো ও তেহরান বৈঠকে বসবে। এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন দশ লাখেরও বেশি। সিরিয়া সংঘাতে আনুষ্ঠানিকভাবে রুশ ও ইরানের বিপরীতে অবস্থান সত্ত্বেও সহযোগিতায় এগিয়ে এসেছে তুরস্ক। গৃহযুদ্ধে রাশিয়া ও ইরান প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে সমর্থন করছেন। -এএফপির।
×