ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

টিনটিনের দাম...

প্রকাশিত: ০৬:২০, ২০ নভেম্বর ২০১৭

টিনটিনের দাম...

কমিক চরিত্র টিনটিন সারা পৃথিবীতেই পরিচিত ও জনপ্রিয়। কালো কালিতে আঁকা টিনটিন ও তার কুকুর স্লোয়ির দুর্লভ ছবিটি প্যারিসে নিলামে পাঁচ লাখ ডলারে বিক্রি হয়েছে। ছবিটি বেলজিয়ামের কার্স্টুনিস্ট এয়ার্জের আঁকা। ১৯৩৯ সালে তিনি কমিক এ্যালবাম কিং ওটোকারস সেপটারের জন্য এঁকেছিলেন। টিনটিনের প্রথম বইটি প্রকাশিত হয় ১৯২৯ সালের জানুয়ারি মাসে। এখন পর্যন্ত ৯০ ভাষায় এর অনুবাদ করা হয়েছে। -বিবিসি ডেটিং শেখানোর স্কুল! চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশের ঝাং ঝেনশিও (২৭) ফল ইন লাভ ইমোশোনাল এডুকেশন নামে নতুন একটি স্কুল পরিচালনা করছেন। যেখানে তরুণদের জন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি (ডেটিং) করার তিনদিনের এক বিশেষ কোর্স করানো হয়। এই কার্যক্রমটি অনলাইনেও পরিচালিত হয়। এজন্য জনপ্রতি ৪৫ ডলার এবং একজনের জন্য একজন কোচ হলে তিন হাজার ডলার খরচ করতে হয়। -নিউইয়র্ক টাইমস
×