ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বরিশালে সড়ক সংস্কার না করায় দুর্ভোগ

প্রকাশিত: ০৫:৪২, ২০ নভেম্বর ২০১৭

বরিশালে সড়ক সংস্কার না করায় দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দীর্ঘদিনেও সংস্কার না করায় দশটি উপজেলা ও ছয়টি পৌর এলাকার সদরসহ গ্রামীণ জনপদের জনগুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। ওইসব সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত জনসাধারনের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরী ভিত্তিতে সড়কগুলো সংস্কারের জন্য ভুক্তভোগীরা সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, মেহেন্দিগঞ্জ পৌর সদরের স্টিমারঘাট থেকে কলেজ সড়কটি দীর্ঘদিন থেকে খানাখন্দে একাকার হয়ে যানবাহনতো দূরের কথা জনসাধারণের চলাচলে মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এ সড়কে ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও মেরামত কাজ না করায় পৌর সদরের প্রধান সড়কটি বেহাল হলেও সেদিকে কারও নজরই নেই। ভুক্তভোগীরা জানান, পৌর সদরের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিনে সংস্কার না করায় অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি কোথাও কোথাও পিচ ও ইট-সুরকি উঠে মাটি বের হয়ে গেছে। ফলে একটু বৃষ্টি হলে ওই সকল খানাখন্দে কাঁদা পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অপরদিকে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর চরপদ্মা এলাকার লক্ষাধিক জনসাধারণের চলাচলের একমাত্র জনগুরুতপূর্ণ কাঁচা রাস্তার তিন কিলোমিটার অংশ দীর্ঘদিন থেকে চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি কার্পেটিংয়ের জন্য ইতোমধ্যে একাধিকবার স্থানীয় প্রকৌশল দফতরের কর্মকর্তাদের অবহিত করা সত্ত্বেও অদ্যাবধি কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একটু বৃষ্টিতেই ওই তিন কিলোমিটার অংশে কাঁদায় একাকার হয়ে যায়। এদিকে প্রথম শ্রেণীর গৌরনদী পৌর সদরের প্রধান সড়ক গৌরনদী বাসস্ট্যান্ড-বন্দর সড়কটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে। পৌর সদরের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সড়কটির প্রায় ১ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য খাদের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে চরম বিঘেœর সৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেই ওই খাদে পানি জমে সমস্যা আরও বেড়ে যায়। একই অবস্থা গৌরনদী বন্দর থেকে সরিকল বন্দর হয়ে আগরপুর সড়ক, বন্দরের মাছ বাজার থেকে সরকারী মৎস্য খামার পর্যন্ত নির্মিত গোলাম মালেক মৃধা সড়কেরও। এছাড়া টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় থেকে আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুল পর্যন্ত নির্মিত সড়কটির অবস্থাও নাজুক। একইভাবে পৌরসভার সম্মুখ থেকে গেরাকুল এলাকার ছবিখাঁর জাঙ্গাল ও গেরাকুল-লেবুতলী সড়ক, পৌরসভার দক্ষিণের শেষপ্রান্তের বেজহার সড়ক, উপজেলা গেট থেকে আশোকাঠী হাসপাতাল পর্যন্ত নির্মিত সড়ক, কাছেমাবাদ লালপুল থেকে হাঁপানিয়া এলাকার জনগুরুত্বপূর্ণ সড়ক, মাহিলাড়া বাজার হয়ে আগৈলঝাড়ার ছয়গ্রাম বাজার পর্যন্ত সড়কটিও চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া জমিদার মোহন লাল সাহার বাড়ির সামনের সড়কের বেশকিছু অংশ ভাঙ্গন কবলিত হয়ে খালের গর্ভে বিলীন হয়ে গেলেও দীর্ঘদিনেও মেরামতের উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইভাবে গৌরনদী ও বাবুগঞ্জ দুই উপজেলার শেষ সীমান্তের ব্যস্ততম সরিকল বাজার থেকে আগরপুর লাশঘাটা পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। আগৈলঝাড়া উপজেলা সদর থেকে রাজিহার বাজার হয়ে গৌরনদী বাসস্ট্যান্ড পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটিও দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পরে থাকলেও সেদিকে কারও নজর নেই। উজিরপুরের অধিকাংশ আঞ্চলিক সড়কের অবস্থা খুবই করুন। জনগুরুত্বপূর্ণ এসব আঞ্চলিক সড়ক দ্রুত সংস্কারের জন্য ভুক্তভোগীরা উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
×