ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মওলানা ভাসানী ভার্সিটিতে সেমিনার

প্রকাশিত: ০৬:৩৩, ১৮ নভেম্বর ২০১৭

মওলানা ভাসানী ভার্সিটিতে সেমিনার

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার হলে ‘মওলানা ভাসানীর গণতান্ত্রিক আন্দোলন (১৯৪৮-৫৮)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতিহাসবিদ প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সেমিনার উপকমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মওলানা ভাসানী স্টাডিজ কোর্সের শিক্ষক সৈয়দ ইরফানুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ড. শওকত আরা হোসেন, বিশ^বিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ এসএম সাইফুল্লাহ্, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন। আরও আলোচনা করেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, বিজিই বিভাগের প্রফেসর ড. একেএম মহিউদ্দিন, মওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক ড. মীর মোজাম্মেল হক ও সিপিএস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। -বিজ্ঞপ্তি অর্থ বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি দেড় লাখ নগদ টাকা বিতরণ করেছে প্রকৌশলীদের সংগঠন বুয়েট এলামনাই এ্যাসোসিয়েশন। শুক্রবার বেলা ১১টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চরলুচনী গ্রামে টাকা বিতরণ করে সংগঠনটি। এ সময় নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বুয়েট এলামনাই এ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মুনির উদ্দিন আহম্মেদ, ট্রাস্টি ও পরিচালক আব্দুর রউফ, মোসাদ্দেক হোসেন, কুড়িগ্রাম এলজিইজি নির্বাহী প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজ, নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর, অধ্যক্ষ হাফিজুর ম-ল প্রমুখ। ফ্রি চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ নবেম্বর ॥ রূপগঞ্জে দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা, আলোচনা সভা ও জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা মোড় এলাকায় অবস্থিত হাসপাতাল অভ্যন্তরে দিনব্যাপী এ কর্মসূচী পালন করা হয়েছে। এতে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা সকাল থেকেই আগত রোগীদের ফ্রি সেবাদান কাজ চালাতে থাকেন।
×