ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে দুলামিয়া কটনের

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ নভেম্বর ২০১৭

অকারণে দর বাড়ছে দুলামিয়া কটনের

কোন কারণ ছাড়াই বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটন স্পিনিং মিলসের শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। বিষয়টি ডিএসইর নজরে আসে। শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার কারণ জানতে কোম্পানিটিকে নোটিস পাঠায়। ডিএসইর নোটিসের জবাবে কোম্পানিটি গত ১৪ নবেম্বর জানিয়েছে, তাদের কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। উল্লেখ্য, গত ১২ দিনে কোম্পানিটির শেয়ার দর ৫.৭০ টাকা বা ৪০ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×