ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফরিদগঞ্জে সিএনজি-মাইক্রো সংঘর্ষে চালক নিহত আহত ১০

প্রকাশিত: ০৪:৩৮, ১৪ নভেম্বর ২০১৭

ফরিদগঞ্জে সিএনজি-মাইক্রো সংঘর্ষে চালক নিহত আহত ১০

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৩ নবেম্বর ॥ ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে স্বপন বেপারি (৫০) নামে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা দুই সিএনজি অটোরিক্সার ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার বেলা সোয়া ১১টায় ভাটিয়ালপুর চির্কা চাঁদপুর জামে মসজিদের সামনে চাঁদপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী মানিক জমাদার বলেন, চাঁদপুর পুলিশ লাইন থেকে রাঙ্গামাটির উদ্দেশে ছেড়ে আসা দ্রুতগ্রামী মাইক্রোবাস বিপরীত দিক থেকে চাঁদপুর শহরের উদ্দেশে আসা দুটি সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কিশোরগঞ্জে রিক্সাচালক নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার কটিয়াদীতে মালবাহী কাভার্ডভ্যানের সঙ্গে রিক্সার মুখোমুখি সংঘর্ষে রিক্সাচালক মেরাজ মিয়া (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় রিক্সার আরোহী দুই স্কুলছাত্রী জান্নাতি আক্তার রেজোয়ানা ও জান্নাতুল আক্তার প্রিয়া গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলাধীন মধ্যপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। ঝালকাঠিতে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৭০) নামের সুপারি ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার বেলা ১১টায় রাজাপুর উপজেলার মন্দির এলাকায় এ ঘটনা ঘটেছে। কাঠালিয়া উপজেলার কৈখালী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান টেম্পোযোগে গ্রামের বাড়িতে যাওয়ার সময় টেম্পোর চাকার সঙ্গে গলার মাফলার জড়িয়ে যায়।
×