ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেড ক্যাটাগরিতে নেমে গেল গোল্ডেন সন

প্রকাশিত: ০৪:২০, ১৪ নভেম্বর ২০১৭

জেড ক্যাটাগরিতে নেমে গেল গোল্ডেন সন

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেড ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। আজ মঙ্গলবার থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এ কারণে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার থেকে কোম্পানিটির শেয়ার কিনতে কোন ঋণ সুবিধা দেয়া যাবে না। Ñঅর্থনৈতিক রিপোর্টার ইমাম বাটনকে জরিমানা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটনকে জরিমানা করেছে কাস্টম বন্ড কমিশনারেট। বন্ড সময়ের মধ্যে কাঁচামাল আমদানি করা হয়নি বলে কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ইতোমধ্যে সুদসহ ২১ সেপ্টেম্বর ও ১৯ অক্টোবর ৬ লাখ ৭০ হাজার ৮২১ টাকা দিয়েছে। কাস্টম বন্ড কমিশনারেট থেকে আনা অভিযোগটি নিখুঁতভাবে প্রমাণিত হওয়ায় কোম্পাটিকে কাস্টম আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত ৭ নবেম্বর এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। উল্লেখ্য, এই আদেশ জারির ১৫ দিনের মধ্যে সরকারী কোষাগারে টাকা জমা দিতে হবে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×