ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৬:৪৭, ১৩ নভেম্বর ২০১৭

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ নবেম্বর ॥ সাভারে বিভিন্ন বাসাবাড়িতে প্রভাবশালীদের দেয়া প্রায় ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রবিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরান বাজার ও বই বাজার এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম. সালাউদ্দিন মঞ্জুর নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের ৫০ সদস্যের একটি দল অংশ নেয়। বীজ ও সার বিতরণ নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১২ নবেম্বর ॥ কৃষকদের মধ্যে প্রায় ২০ লাখ টাকা মূল্যের বোরো ধান, সরিষা ও সবজির বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তী সময়ে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলার ২ হাজার ৮০২ কৃষকের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্র মতে, উপজেলার ১ হাজার ৪৫০ জন কৃষককে এক কেজি করে সরিষা, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমপিও সার দেয়া হয়। এ ছাড়া ৪০০ কৃষককে দুই কেজি করে ভুট্টা বীজ ও সার, ৫০ জনকে এক কেজি করে তিলের বীজ ও সার এবং দুই জনকে বেগুনের বীজ ও সার দেয়া হয়।
×