ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

স্পিডবোটে এসে ফরিদপুরে ডাকাতি, গুলিতে তিন গ্রামবাসী নিহত

প্রকাশিত: ০৫:৩৭, ১০ নভেম্বর ২০১৭

স্পিডবোটে এসে ফরিদপুরে ডাকাতি, গুলিতে তিন গ্রামবাসী নিহত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৯ নবেম্বর ॥ চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় ডাকাতদের ছোড়া গুলিতে তিন গ্রামবাসী নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন চরভদ্রাসনের সাজ্জাদ মৃধা (৩৭) ও সেন্টু মৃধা (৩৩) এবং সদরপুরের আব্দুল মালেক খান (২৮)। বুধবার গভীর রাতে চরভদ্রাসন উপজেলা সদরের মৃধাডাঙ্গি ও সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের মুন্সীচর (বেপারীডাঙ্গি) গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে ২০/২২ জনের একটি ডাকাত দল স্পিডবোটে এসে চরভদ্রাসনের পদ্মা নদীসংলগ্ন মৃধাডাঙ্গি গ্রামের সামচুল ফকিরের বাড়িতে হানা দেয়। ওই বাড়িতে এ সময় তার দুবাই প্রবাসী পুত্র সোহরাব ফকির (৩০) এর গায়ে হলুদের উৎসব চলছিল। বৃহস্পতিবার ছিল তার বিয়ের দিন। ডাকাতরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং বাড়ির লোকদের কাছ থেকে ৪৫ ভরির মত স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইলসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এরপর পাশের প্রবাসী আলহাজ মৃধার বাড়ির দরজা ভেঙ্গে ঢুকে ডাকাতদল আরও তিন লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতির সময় এই বাড়ির সদস্য সেন্টু মৃধা টের পেয়ে গ্রামবাসীকে খবর দেয়। গ্রামের মসজিদ থেকেও ডাকাতির খবর জানালে লোকজন ছুটে আসে। গ্রামবাসী একত্র হয়ে ডাকাতদলকে ধাওয়া দেয়। ডাকাতরা স্পিডবোটে এসেছে টের পেয়ে গ্রামবাসী নদীর পাড়ে গিয়ে ডাকাতদের স্পিডবোট ভাসিয়ে দেয়ার চেষ্টা চালায়। এসময় সেখানে থাকা ডাকাতেরা গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে বুক ও পেটে গুলিবিদ্ধ হয়ে জাকের মৃধার ছেলে সাজ্জাদ মৃধা (৩৭) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আয়নাল মৃধার ছেলে সেন্টু মৃধা (৩৩), স্বপন ব্যাপারী (২৪) ও আল আমিন ফকির (২৫)। সেন্টু বৃহস্পতিবার ভোর চারটার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সাজ্জাদ ও সেন্টু পরস্পর চাচাতো ভাই। আহত স্বপন ও আল আমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত বলেন, রাতেই নদীতে পুলিশ অভিযান চালিয়েছে। ডাকাতদের কাউকে ধরতে পারেনি। এদিকে ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর রশীদ জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঢেউখালী ইউনিয়নের মুন্সীচর (বেপারীডাঙ্গি) গ্রামের সুলতান খানের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। এ সময় গ্রামবাসী টের পেয়ে ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতের ছোড়া গুলিতে সুলতান খানের ছেলে মালেক খান (২৮) পিঠে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তারা মিয়া। তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
×