ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কোটি টাকার কাপড় উদ্ধার

প্রকাশিত: ০৬:৩২, ৮ নভেম্বর ২০১৭

কোটি টাকার কাপড় উদ্ধার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে ট্রেন তল্লাশি করে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলার ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে শান্তাহার থেকে পার্বতীপুরগামী রকেট পরিবহন ট্রেন আটক করে বিজিবি তল্লাশি চালায়। তল্লাশিকালে ওই ট্রেনের লকার, বাথরুম ও যাত্রীদের সিটের নিচ থেকে ১১ গাইড বিভিন্ন ধরনের শাড়ি, থান কাপড়, থ্রি-পিস উদ্ধার করা হয়। এছাড়াও ১৮টি বস্তায় ভারতীয় ইমিটেশন সামগ্রী, কসমেটিক, ২১৮ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় কাপড়, ইমিটেশন ও কসমেটিক সামগ্রী এবং মাদক দ্রব্যের দাবিদার না থাকায় মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাদক ছাড়ার ঘোষণা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মঙ্গলবার বিকেলে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে মাদকবিরোধী সমাবেশ ও মাদক বিক্রেতাদের আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশিং কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন এসপি জিহাদুল কবীর পিপিএম। ওসি আজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ইউএনও নাছরিন আক্তার, এডিশনাল এসপি জহুরুল হক, ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, ইউপি চেয়ারম্যান রানা সরদার, আনোয়ার হোসেন জনি। অনুষ্ঠানে ১০০ মাদকসেবী ও বিক্রেতা আত্মসমর্পণ করে।
×