ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে শিক্ষকদের হাতাহাতি ॥ জড়িতদের বিচার দাবি

প্রকাশিত: ০৮:১৯, ৬ নভেম্বর ২০১৭

ঢাবিতে শিক্ষকদের হাতাহাতি ॥ জড়িতদের বিচার দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সভায় হাতাহাতির ঘটনায় নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন সরকার সমর্থিত নীল দলের শিক্ষকদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর পদত্যাগ ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে মানববন্ধন থেকে ঘোষণা করা হয়। সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ খ ম জামাল উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে রবিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার টিএসসি ক্যাফেটেরিয়ায় নীল দলের সভায় সহকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ খ ম জামাল উদ্দিন আহত হন। মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে অবিলম্বে আলোচনার মাধ্যমে এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন নীল দলের আহ্বায়ক অধ্যাপক আবদুল আজিজ, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য শহিদ আকতার হোসেন, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক সাবিতা রেজওয়ানা চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ খ ম জামাল উদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক শফিউল আলম ভূইয়া, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ আলী ও অধ্যাপক আবুল মনসুর আহাম্মেদ প্রমুখ।
×