ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় মাদ্রাসা ছাত্র নিহত

প্রকাশিত: ০৫:৪২, ৬ নভেম্বর ২০১৭

বিবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় মাদ্রাসা ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ রবিবার রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডায় সন্ত্রাসী হামলায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবাইল বেচাকেনার জের ধরে শহরের মেড্ডায় জুলার বাড়ির গোষ্ঠীর লোকজন তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এ সময় হৃদয়সহ ৫ জনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে আহত করা হয়। গুরুতর আহত ৩ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে হৃদয় (১৭)কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ২ জনকে ঢাকা প্রেরণ করা হয়েছে। তবে হৃদয়ের সহকর্মীরা দাবি করেছে সে ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত হৃদয়ের পিতা ইউনুস মিয়া একজন ফুল ব্যবসায়ী। সে শহরের মেড্ডা এলাকার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম জানান, অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশী অভিযান চলছে। এর পাশাপাশি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর হাসপতাল প্রাঙ্গণেও বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
×