ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে চুরির অপবাদে গাছে বেঁধে শিশুকে নির্যাতন

প্রকাশিত: ০৫:২৬, ৬ নভেম্বর ২০১৭

সুন্দরগঞ্জে চুরির অপবাদে গাছে বেঁধে শিশুকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ নবেম্বর ॥ ১০ হাজার টাকা চুরির অপবাদে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের এক মুরগির খামারের কর্মচারী শিশু নয়নকে (১২) নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে খামার মালিক কবির হোসেনসহ তার সহযোগী অপর তিনজনের নামে নয়নের মা নুরজাহান বেওয়া বাদী হয়ে রবিবার সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশু নয়নের মা অভিযোগ করেন, বাবা মারা যাওয়ার পর সংসারে অভাব অনটনের কারণে ৫/৬ মাস আগে খামারে কাজ নেয় তার ছেলে। খামার থেকে ১০ হাজার টাকা চুরি হয়েছে দাবি করে শনিবার সকাল থেকে দিনভর তার ছেলেকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে খামারের মালিক কবির হোসেন। এরপর চুরির অপবাদে শনিবার সন্ধ্যায় খামারের পেছনে একটি গাছের সঙ্গে দু’হাত বেঁধে নয়নকে মারপিট করে। এক পর্যায়ে শিশুটির ডানহাতের আঙ্গুলে পিন ঢুকিয়ে দেয় খামারের মালিক কবির ও তার লোকজন। নুরজাহান বেওয়া আরও জানান, মারপিট করার পর কবির হোসেনের উঠানে নয়নকে ফেলে রাখা হয়। পরে তিনি অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে যান। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইয়াকুব আলী মোড়ল বলেন, শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম ও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এমন নির্যাতনের ফলে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তার চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে তিনি জানান। রবিবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া।
×