ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২১, ৬ নভেম্বর ২০১৭

আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শেখ হাসিনা একনাগাড়ে ১০ বছর ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে। তিনি চট্টগ্রামের চেহারা পাল্টে দিয়েছেন। পদ্মা সেতুর কাজ শুরু করেছেন। আমরা বিদ্যুত সমস্যার সমাধান এবং জঙ্গী দমন করেছি। বাংলাদেশ আজ শান্তির দেশ। এতগুলো কাজ করতে পারার কারণ হলো, নীতি বাস্তবায়নের জন্য সরকার ১০ বছর সময় পেয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে। এ কাজ শেষ করতে হলে আওয়ামী লীগকে আরও সময় দিতে হবে। সময় ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। একটি সরকার দুই বা তিন মেয়াদে সব কাজ শেষ করতে পারে না। রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান বাবুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়ন দিয়েছে। এর বিপরীতে খালেদা জিয়া মানে হাওয়া ভবন, ২১ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি, বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষক এবং ওই পাকিস্তানীদের বাংলাদেশে ফিরিয়ে আনা। একটি সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে নাসিম বলেন, সিঙ্গাপুরে ২৫ বছর ধরে একনাগাড়ে দেশ পরিচালনা করছে লি কোয়ানের বংশধর। মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ একনাগাড়ে ক্ষমতায় থেকে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য। বঙ্গবন্ধুকে এবং জাতীয় চার নেতাকে সাড়ে তিন বছরের মাথায় হত্যা করা হয়েছে। বিএনপির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, দলটিকে এবার নির্বাচনে আসতেই হবে। ওটা পাইনি, ওটা না পেলে নির্বাচন করব না, এমন করে নির্বাচনের বাইরে থাকলে ভবিষ্যতে বাটিচালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। আন্দোলনের কথা বলেন আপনারা, কিন্তু আন্দোলনের চ্যাম্পিয়ন এখানে বসে আছি। আমাদের আন্দোলনের ভয় দেখাবেন না। আন্দোলন হয়েছে, মাঠে থেকে মার খেয়েছি, মাঠ ছেড়ে পালিয়ে যাইনি। আপনারা আন্দোলনের কথা বলে ছেদ পড়লে সব পালিয়ে যান। ভয় দেখাবেন না, আমরা কোন চক্রান্ত করি না। নির্বাচন হবে আগামী বছরের ডিসেম্বরে, বিজয়ের মাসে। ডিসেম্বর বাঙালীর বিজয়ের মাস, নৌকার বিজয়ের মাস, বঙ্গবন্ধুর বিজয়ের মাস। বিজয়ের মাসে ইনশা আল্লাহ আমরা আবার বিজয়ী হব। মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগে আখতারুজ্জামান বাবুর ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে গিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বাবু ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে মামলায় জড়িয়ে তাকে দেশছাড়া করেছে। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি ওই মিথ্যা মামলার প্রতিবাদ করেছিলেন কান্নাজড়িত কণ্ঠে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম, ভূমি প্রতিমন্ত্রী ও আখতারুজ্জামান বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং আওয়ামী লীগের জেলা ও নগর কমিটির নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জয়লাভ নিশ্চিত করতে আওয়ামী লীগের সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাসিম বলেন, বিজয় ছাড়া আমরা কিছু বুঝি না। সব কোন্দল ভুলে যেতে হবে। মহানগর, উত্তর ও দক্ষিণ মিলে একটাই শপথ নিতে হবে- শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দেবেন তার বিজয়ের জন্য কাজ করতে হবে। জনগণ আমাদের সঙ্গে আছে।
×