ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চট্টগ্রাম নগরীর কদমতলী রেলক্রসিং পার

প্রকাশিত: ০৫:৫৮, ৪ নভেম্বর ২০১৭

জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চট্টগ্রাম নগরীর কদমতলী রেলক্রসিং পার

জানেন উল্টো পথ ব্যবহার করছেন। এতে আছে জীবনের ঝুঁকিও। কিন্তু তারপরও মাত্র কয়েক মিনিট সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চট্টগ্রাম নগরীর কদমতলি রেলক্রসিং পার হচ্ছেন অসংখ্য মানুষ। এতে দুর্ঘটনার ঝুঁকি ছাড়াও প্রতিনিয়ত লেগে থাকে যানজট। পুলিশের সামনে প্রতিদিন এই অনিয়ম হলেও নেয়া হয় না কোন ব্যবস্থা। চট্টগ্রামের কদমতলি রেলক্রসিং। বাজছে এলার্ম। বন্ধ রেলক্রসিংয়ের গেটও। কিন্তু তারপরও থেমে নেই যানচলাচল। যানবাহন চলাচল বন্ধ করতে ক্রসিং গেটে ব্যারিকেড দেয়া হলেও তার মানছেন না অনেকেই। মাত্র কয়েক মিনিট সময় বাঁচাতে উল্টো পথ দিয়েই রেলক্রসিং পার হচ্ছে রিক্সা, অটোরিক্সা, কার, মোটরসাইকেলসহ নানা যানবাহন। কেউ স্বেচ্ছায় আবার কাউকে নিষেধ সত্ত্বেও ঝুঁকি নিয়ে পার করছেন রেলক্রসিং। স্থানীয়দের মতে, এখানে এই এ দৃশ্য হরহামেশা। নিয়ম না মানার কারণে অনেক সময় রেল লাইনের ওপর লেগে থাকে যানজট। ঘটে নানা দুর্ঘটনা। কেবল তাই নয়, বাধা দিলে হামলার শিকার হন গেটম্যানরাও। এসব যানবাহন নিয়ন্ত্রণে প্রথমে কাউকে দেখা না গেলেও কিছুক্ষণ পর ক্যামেরা দেখে যানচলাচল নিয়ন্ত্রণে তৎপর হয়ে ওঠে ট্রাফিক পুলিশ। তবে এজন্য মানুষের অসচেতনতাকেই দায়ী করলেন কর্মকর্তারা। -স্টাফ রিপোর্টার
×