ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বন্ড ছেড়ে টাকা তুলবে তিন কোম্পানি

প্রকাশিত: ০৬:৩০, ২ নভেম্বর ২০১৭

বন্ড ছেড়ে টাকা তুলবে তিন কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বন্ড ছেড়ে বাজার থেকে টাকা উত্তোলন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। এগুলো হলো- উত্তরা ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমন্ট, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং সিটি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সিটি ব্যাংক ॥ ২২ কোটি ৫০ লাখ টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংকটি টায়ার- টু মূলধন বাড়াতে বন্ড ইস্যু করবে। জানা যায়, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে প্রয়োজনে বন্ডের সাইজ, মেয়াদ পরিবর্তন করা হবে। সাউথইস্ট ব্যাংক ॥ ৫০০ কোটি টাকার নন কনভারটেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ। বন্ডের মেয়াদ হবে সাত বছর। ব্যাংকটি টায়ার- টু মূলধন বাড়াতে বন্ড ইস্যু করবে। জানা যায়, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে প্রয়োজনে বন্ডের সাইজ, মেয়াদ পরিবর্তন করা হবে। উত্তরা ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমন্ট ॥ ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরা ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি নন কনভারটেবল জিরো কুপন বন্ড ইস্যু করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করবে কোম্পানিটি।
×