ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পরবর্তী প্রজন্ম যেন আওয়ামী লীগের রাজনীতির সুফল লাভ করে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৩৬, ১ নভেম্বর ২০১৭

পরবর্তী প্রজন্ম যেন আওয়ামী লীগের রাজনীতির সুফল লাভ করে ॥ কাদের

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আওয়ামী লীগ আগামী নির্বাচনের জন্য রাজনীতি করে না। আগামী প্রজন্মের জন্য রাজনীতি করে- উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, অভিযুক্তদের কোন দল নেই। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। এটার তদন্তও হচ্ছে। এ হামলার সঙ্গে যে দলেরই নেতাকর্মীরা জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এ হামলা কে বা কারা চালিয়েছে, তা ইতোমধ্যে ইউটিউবের মাধ্যমে সমগ্র জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেন, পরবর্তী প্রজন্ম যেন আওয়ামী লীগের রাজনীতির সুফল লাভ করে, সে বিষয়টিকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করি। মঙ্গলবার বিকেলে রাজশাহী সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সওজ কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টোক হোল্ডারদের সঙ্গে পর্যালোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। একাত্তরের ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীর স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণ এখন ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইউনেস্কোর এ স্বীকৃতি ৩৫ কোটি বাঙালী জাতির জন্য এটা একটি বিশাল অর্জন। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাজশাহী জোনের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ ও পাবনার নির্বাহী প্রকৌশলীদের কাছে ওই সব এলাকার মহাসড়ক, সড়ক ও সেতুর সার্বিক অবস্থা জানতে চান। এ সময় সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীরা নিজ নিজ এলাকার সার্বিক অবস্থা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সভায় মন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সওজ রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু রওশনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×