ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আবুল বারকাত দেশের অর্থনীতি আরও বেগবান হবে

প্রকাশিত: ০৫:২০, ১ নভেম্বর ২০১৭

রাজশাহীতে আবুল বারকাত দেশের অর্থনীতি আরও বেগবান হবে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রখ্যাত অর্থনীতিবিদ আবুল বারকাত বলেছেন, বিদেশে বাংলাদেশী দূতাবাসগুলো আরও সজাগ হলে শ্রমিক নির্যাতন ও হয়রানি কমে আসবে। এতে করে তারা আরও বেশি রেমিটেন্স পাঠাবে। যা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তিকে আরও বেগবান করবে। মঙ্গলবার রাজশাহীতে অনুষ্ঠিত অভিবাসন ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে এক বিভাগীয় পরামর্শমূলক সভায় মুখ্য আলোচকের বক্তব্যকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময়েও বাংলাদেশে নিরাপদ বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন নীতিমালা হয়নি। এছাড়া বৈদেশিক কর্মসংস্থানের বিষয়ে বাইরের দেশের সঙ্গে দুর্বল নোগোশিয়েশনের কারণে ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছে অভিবাসীরা। আবুল বারকাত তার প্রবন্ধে উল্লেখ করেন, গত চার দশকে বাংলাদেশী অভিবাসীর সংখ্যা ১২৫ গুণ বৃদ্ধি পেয়েছে। বিশে^র ১৯০টি দেশে বর্তমান অভিবাসী প্রায় এক কোটি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সভায় অধ্যাপক বারকাত অভিবাসন সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন এবং সেগুলো সমাধানে বিভিন্ন পদক্ষেপের কথা উপস্থাপন করেন। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।
×