ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই বাংলার শিল্পীদের ধারাবাহিক ‘প্রজাপতি প্রেম’

প্রকাশিত: ০৫:৫২, ৩১ অক্টোবর ২০১৭

দুই বাংলার শিল্পীদের ধারাবাহিক ‘প্রজাপতি প্রেম’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাভিশনে আজ থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘প্রজাপতি প্রেম’। কনা রেজার গল্প এবং মেহেদী বিন আশরাফের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৮-১৫ মিনিটে প্রচার হবে। নাটকে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় শিল্পীরা অভিনয় করেছেন। নাটকের শিল্পীরা হলেন মানালী ঘোষ, পৃথা চন্দ্র, দীপান্বিতা নাথ, মায়াবী, রণ রুপম গাঙ্গুলী, গৌরভ চৌধুরী, শঙ্খরাজ চ্যার্টাজী, চিত্রালী দাস, আমীর নাসের, পিংকী ম-ল, নাজনীন হাসান চুমকি, হান্নান শেলী, যাহের আলভী, খায়রুল আলম, মেঘলা, শাফিজ প্রমুখ। গল্পের প্রয়োজনে এই নাটকটি বাংলাদেশের কুষ্টিয়া ও পাবনা এবং ভারতের মুম্বাই, গোয়া, কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং ও মিরিখে চিত্রায়িত হয়েছে।
×