ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

তিন বখাটে কিশোর আটক

প্রকাশিত: ০৪:০১, ৩০ অক্টোবর ২০১৭

তিন বখাটে কিশোর আটক

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উক্ত্যক্ত করায় তিন কিশোরকে আটক করেছে পুলিশ। রবিবার বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের চরগঙ্গা গ্রামের কুদ্দুস গাজীর ছেলে জাহিদ, মতলেব গাজীর ছেলে রনি ও আব্দুল মজিদ ঢালীর ছেলে আবু তালেব দুপুরের দিকে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করে। বিষয়টি শুনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাঙ্গাবালী থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিন উক্ত্যক্তকারীকে আটক করে। কাত্যায়নী পূজা শেষ আজ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৯ অক্টোবর ॥ চারদিকে নানা ধরনের ঝলমলে আলোকসজ্জা। কাত্যায়নী পূজা উপলক্ষে সুন্দর আলোকমালায় সেজেছে মাগুরা শহর। পাঁচ দিনব্যাপী কাত্যায়নী পূজা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। শেষে হবে আজ সোমবার বিজয়া দশমীর মাধ্যমে। দেশের মধ্যে একমাত্র মাগুরা জেলাতে এ পূজা ব্যাপক আয়োজনে সাড়ম্বরে উদযাপিত হয়। এ বছর শহরের নতুন বাজার স্মৃতি সংঘ, জামরুলতলা, দড়ি মাগুরা বটতলা, নিজনান্দুয়ালী কালী বটতলা, বাটিকাডাংগা, সাতদোহা পাড়া, সাতদোহা আশ্রম, পারনান্দুয়ালী, রাউতড়া, বেনীপুর, কালীনগর, আড়পাড়াসহ জেলায় ৯১টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গা পূজার ঠিক একমাস পরে এই কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়।
×