ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘হালদা’

প্রকাশিত: ০৩:৩২, ৩০ অক্টোবর ২০১৭

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘হালদা’

স্টাফ রিপোর্টার ॥ ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘হালদা’। ‘হালদা’ তৌকীর আহমেদের পঞ্চম চলচ্চিত্র। আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’ চলচ্চিত্রের প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু। আরও আছেন রবিউল আলম, দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। আমরা ক’জনের প্রযোজনায় ‘হালদা’ চলচ্চিত্রের চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। চলচ্চিত্রটি পরিবেশনা করতে যাচ্ছে সম্প্রতি সুপারহিট চলচ্চিত্র ‘ঢাকা এ্যাটাক’ এর পরিবেশনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্র। গত সপ্তাহে তৌকীর আহমেদ ও দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভির মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এ প্রসঙ্গে জাহিদ হাসান অভি বলেন, আমরা সবসময় ভাল চলচ্চিত্রের সঙ্গে থাকতে চাই। সর্বশেষ আমরা ‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রটির পরিবেশনার কাজ করছি। ঈদ ছাড়াও চলচ্চিত্রটি রেকর্ড সংখ্যক হলে মুক্তি পেয়েছে। তিন সপ্তাহ মিলিয়ে প্রায় দু’শত হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। ‘হালদা’ চলচ্চিত্রটির প্রতি দর্শকদের ব্যাপক আকর্ষণ। এটি মাটির চলচ্চিত্র, শেকড়ের চলচ্চিত্র। পাশাপাশি চলচ্চিত্রটি দর্শকের পুরোপুরি বিনোদনের খোড়াক হবে। আমার বিশ্বাস ‘হালদা’ও রেকর্ড সংখ্যক হলে মুক্তি দিতে পারব। এমন কী চলচ্চিত্রটি ব্যবসায়িক সফলতাও পাবে। পরিচালক তৌকীর আহমেদ বলেন, দি অভি কথাচিত্র চলচ্চিত্র পরিবেশনা করে এরই মাঝে অনেক প্রশংসিত হয়েছে। তাই তাদের ‘হালদা’ পরিবেশনার দায়িত্ব দিয়েছি। সব দর্শকদের কাছে চলচ্চিত্রটি পৌঁছে দিতে আমারা সর্বোচ্চ চেষ্টা করছি। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এ নদীতে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।
×