ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি২০ আজ

প্রকাশিত: ০৫:৪৪, ২৯ অক্টোবর ২০১৭

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি২০ আজ

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি২০ ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। পোচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটিই দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের শেষ ম্যাচ। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি২০সহ মোট ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবকটিতেই হেরেছে। সর্বশেষ দুই ম্যাচের টি২০ সিরিজের প্রথম টি২০তে ২০ রানে হেরেছে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। আজ দ্বিতীয় টি২০তে সিরিজে পিছিয়ে থেকেই নামবে বাংলাদেশ। ম্যাচটিতে জিতলে স্বল্পওভারের সিরিজে আসবে সমতা। আর যদি হারে তাহলে টেস্ট, ওয়ানডের মতো টি২০তেও হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। এই ম্যাচটিতে জেতার আশা করছে বাংলাদেশ। কারণ প্রথম টি২০ ম্যাচে লড়াই করেছে। ১৯৫ রান করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ১৭৫ রান করে। সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন দুর্দান্ত ব্যাটিং করেন। যদি মাঝপথে সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে কেউ একজন হাল ধরতে পারতেন তাহলে ম্যাচটি হয়তো জেতাও যেত। প্রথম টি২০ শেষে দলের হয়ে সবচেয়ে বেশি ৪৭ রান করা সৌম্যই যেমন বিষয়টি সামনে তুলে ধরেছেন, ‘দক্ষিণ আফ্রিকা দুই শ’র মতো রান করেছে। আমরা ১৭৫ রান করেছি। অবশ্যই আমাদের সামর্থ্য আছে পুরোটা যাওয়ার। মাঝখানে যদি একজন ব্যাটসম্যান রান পেত, আমরা হয়তো সহজেই ম্যাচটা জিতে যেতাম। এখান থেকে আমাদের অনেক আত্মবিশ্বাস বেড়েছে যে, আমরা দুই ’শ রান করতে পারি।’ প্রথম টি২০তে বাংলাদেশ দেখিয়েছে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটি ম্যাচেই বড় ব্যবধানে হার হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও একই দুর্দশা দেখা গেছে। তবে প্রথম টি২০তে তা থেকে বের হয়েছে বাংলাদেশ। এমনকি এই বের হওয়া ক্রিকেটারদের ভেতর আত্মবিশ্বাসও তৈরি করে দিয়েছে। লড়াই করে হারার পর এখন জয়ের আশাও করা হচ্ছে।
×