ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫১, ২৮ অক্টোবর ২০১৭

আখাউড়া-আগরতলা  রেলপথ প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে॥ রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পটি অনেক দূর এগিয়েছে এবং আগামী ২ মাসের মধ্যেই প্রকল্পটির বাংলাদেশ অংশের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মজিবুল হক। তিনি শুক্রবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাবার সময় যাত্রাবিরতিকালে এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস রেল সেতুর কাজ শেষ হয়েছে। আগামী মাসের যে কোন দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিজ ২টি উদ্বোধন করবেন। এদিকে, মন্ত্রী ভারতে প্রবেশ করলে সেখানকার একটি প্রতিনিধিদল তাকে অভ্যর্থনা জানান। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ-ভারত রোটারি সেতুবন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
×