ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মাদক বিক্রিতে বাধা দেয়ায় পিতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:২৭, ২৭ অক্টোবর ২০১৭

মাদক বিক্রিতে বাধা দেয়ায় পিতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদতা, মির্জাপুর, ২৬ অক্টোবর ॥ কুড়াল দিয়ে কুপিয়ে পিতাকে হত্যার পর মদের বোতল নিয়ে রাস্তায় বেরুল ঘাতক পুত্র। মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় পাষ- পুত্র ফিরোজ মিয়া ফিরু (৩৫) পিতাকে হত্যা করে বলে এলাকাবাসী জানিয়েছেন। এই খুনের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় মির্জাপুরের বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামে। ঘাতক পুত্র ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ভাবখ- গ্রামের ফটিক মিয়ার পুত্র ফিরোজ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও মাদক সেবন করে আসছে। বিষয়টি পিতা জানতে পেরে এ কাজ করতে নিষেধ করে আসছেন পুত্রকে। কিন্তু এ কাজ থেকে বিরত না হওয়ায় বুধবার পিতা ফটিক মিয়া ফিরোজকে গালিগালাজ করেন। মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে ফিরোজ বৃহস্পতিবার বেলা এগারোটায় কুড়াল দিয়ে কুপিয়ে পিতাকে নিজ বাড়িতে হত্যা করে। পিতাকে হত্যার পর ফিরোজ মদের বোতল ও কুড়াল হাতে নিয়ে ভাবখন্ড বাজারে আসে বলে নিহত ফটিক মিয়ার প্রতিবেশী ও বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আজম জানান। এ সময় খবর পেয়ে সাদা পোশাকধারী পুলিশ তাকে গ্রেফতার করে। নিহত ফটিক মিয়ার লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে বলে মির্জাপুর থানার এসআই মনিরুজ্জামান মুন্সি জানিয়েছেন।
×