ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ষষ্ঠ অধ্যায় প্রস্তুতি-১, বহুনির্বাচনী-৩০;###;সুধীর বরণ মাঝি

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৭:০৪, ২৬ অক্টোবর ২০১৭

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ২১। আমাদের দেশে রেমিটেন্সের ফলে উন্নয়ন ঘটে - (ক) সামাজিক (খ) রাজনৈতিক (গ) সাংস্কৃতিক (ঘ) অর্থনৈতিক। ২২। এউচ বলতে বোঝায়- (ক) দেশের অভ্যন্তরের মোট উৎপাদন (খ) মোট জাতীয় উৎপাদন (গ) মাথাপিছু আয় (ঘ) প্রবৃদ্ধির হার। ২৩। জিএনপি হিসাব করা হয় কেন ? (ক) নাগরিকদের মাথাপিছু আয় জানতে (খ) নাগরিকদের প্রবৃদ্ধির হার বোঝাতে (গ) নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝাতে (ঘ) নাগরিকদের অর্থনৈতিক সামর্থ্য বোঝাতে । ২৪। শিল্প খাতের উপখাত নয় কোনটি ? (ক) পরিবহন (খ) খনিজ ও খনন (গ) গ্যাস,বিদ্যুৎ ও পানি (ঘ) ম্যানুফ্যাকচারিং। ২৫। বর্তমান বিশ্ব কী নির্ভর ? (ক) মোবাইল (খ) শিক্ষা (গ) শিল্প (ঘ) প্রযুক্তি। ২৬। মাথাপিছ আয়ের পূর্ণরূপ কোনটি? (ক) চবৎ ঈধঢ়রঃধষ ওহপড়সব (খ) চবৎ ঈধঢ়রঃধ ওহপড়সব (গ) চবৎ ঈধঢ়রঃধ ওহফবী (ঘ) চবৎ ঈধঢ়রঃধষ ওহফবী । ২৭। ২০০৯সালে রেমিটেন্সপ্রাপ্ত সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? (ক) ২য় (খ) ৩য় (গ) ৪র্থ (ঘ) ৫ম। ২৮। বিশ্ব ব্যাংকের হিসাব মতে ২০০৯সালে রেমিটেন্সপ্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান- (ক) ৭ম (খ) ৮ম (গ) ৯ম (ঘ) ১০ম। ২৯। এককভাবে ধরলে আমাদের বা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে কোনটি অবদান সর্বাধিক ? (ক) শিল্প (খ) কৃষি (গ) চামড়া (ঘ) সেবা। ৩০। প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে কী বলে ? (ক) জাতীয় আয় (খ) আমদানি আয় (গ) রেমিটেন্স (ঘ) প্রবৃদ্ধি। উত্তর ঃ ২১(ঘ), ২২(ক), ২৩(গ), ২৪(ক), ২৫(ঘ), ২৬(খ), ২৭(ক), ২৮(খ), ২৯(ক), ৩০(গ)।
×