ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন স্মরণানুষ্ঠান

প্রকাশিত: ০৭:০০, ২৬ অক্টোবর ২০১৭

উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন স্মরণানুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেনের মৃত্যুর শতবর্ষ পূর্ণ হচ্ছে আজ। এ উপলক্ষে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথ উদ্যোগে ‘প্রয়াণের শতবর্ষে হীরালাল সেন স্মরণে’ শীর্ষক স্মরাণানুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আজ সন্ধ্যা ৬টায় এ অনুষ্ঠান শুরু হবে। আলোচনার শুরুতে ‘উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন এবং আমাদের দায়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র গবেষক ও শিক্ষক অনুপম হায়াৎ। স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপনের আলোচনায় অংশ নেবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্রকার মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক ও চলচ্চিত্র গবেষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্রকার মুশফিকুর রহমান গুলজার, মানিকগঞ্জের হীরালাল সেন চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ইকবাল হোসেন কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি। সঞ্চালনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। আলোচনার শুরুতে প্রয়াণের শতবর্ষে হীরালাল সেন স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করা হবে। এছাড়া এদিন সন্ধ্যায় হীরালাল সেনের জন্মভিটা মানিকগঞ্জের বগজুরি গ্রামে তাঁর পৈত্রিক ভিটায় মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং হীরালাল সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। প্রসঙ্গত, উপমহাদেশের প্রথম চলচ্চিত্র প্রদর্শক, নির্মাতা এবং সার্বিকভাবে প্রথম চলচ্চিত্র ব্যক্তিত্ব হীরালাল সেন। এক প্রবাদপ্রতিম অভিযাত্রিক মননের মানুষ ছিলেন হীরালাল সেন। বহুগুণ এবং প্রতিভায় ভাস্বর এই অসামান্য বাঙালী সন্তান ১৮৬৮ সালের ২ আগস্ট মানিকগঞ্জের বগজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায় ফটোগ্রাফির নেশায় উন্মুখ তরুণ একদিন থিয়েটারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখে নিজেই চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের স্বপ্ন দেখেন। ‘দ্য রয়াল বায়োস্কোপ কোম্পানি’ গঠন করে চলচ্চিত্র প্রদর্শন শুরু করেন। পরে ১৯০০ সালে ‘পুকুরে স্নান’ ও ‘কোটের খেলা’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। এর মধ্য দিয়ে শুরু হয় হীরালাল সেনের চলচ্চিত্র নির্মাণ, পরিকল্পনা ও প্রযোজনার অভিযাত্রা। চলচ্চিত্র নির্মাণের প্রয়াসে তিনি ১৮৯৬ সালে যুক্ত হন এবং ১৯০০ সালের মধ্যেই ভারতীয় উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯০০ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত তিনি ৪০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। ১৯০৪ সালে উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র ‘আলীবাবা ও চল্লিশ চোর’ নির্মাণ করেন তিনি। ১৯০৩ সালে তার রয়াল বায়োস্কোপ কোম্পানি থেকে প্রথম বাংলায় সিকে সেনের মাথার তেল ‘জবাকুসুম’, বটফেস্ট পালের ‘এডওয়ার্ড টনিক’ ও ডব্লিউ মেজর কোম্পানির ‘সালসা পিলা’ প্রভৃতি বিজ্ঞাপনচিত্র নির্মিত হয়। তাছাড়া তিনি প্রামাণ্যচিত্র ও সংবাদচিত্রও নির্মাণ করেন। শেষ জীবনে পরিবারের সদস্যদের কাছে প্রতারিত হয়ে ক্যামেরা বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন হীরালাল সেন। চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে এক দুর্ঘটনায় হারিয়েছেন মেয়েকেও। পরে ক্যান্সার আক্রান্ত হয়ে ১৯১৭ প্রয়াত হোন এই অসাধারণ সৃজনী সামর্থ্যে উজ্জ্বল উপমহাদেশের এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।
×