ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানে মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:২২, ২৬ অক্টোবর ২০১৭

ইরানে মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড

ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদকে নানা তথ্য দিয়ে সহযোগিতা করার দায়ে সংস্থাটির এক এজেন্টকে মৃত্যুদ দিয়েছে ইরান। তেহরানের সরকারী কৌঁসুলি আব্বাস জাফারি দৌলতাবাদি মঙ্গলবার এ কথা জানান। তিনি বলেন, ওই এজেন্ট মোসাদের কর্মকর্তাদের কাছে দেশের ৩০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ঠিকানা ও অন্যান্য তথ্য সরবরাহ করেছিল। এসব ব্যক্তি ইরানের পরমাণু ও সামরিক প্রতিষ্ঠানে কাজ করছেন। এসব ব্যক্তিদের মধ্যে রয়েছেন গুপ্তহত্যার শিকার পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মাদি এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজিদ শাহরিয়ারি। ২০১০ সালের ১২ জানুয়ারি অধ্যাপক আলী মোহাম্মাদি মোটরসাইকেল পেতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন। তিনি ছিলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওই বছরের ২৯ নবেম্বর সন্ত্রাসীরা অধ্যাপক মাজিদ শাহরিয়ারির গাড়িতে হামলা চালালে তিনিও নিহত হন। ওই হামলায় সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান ড. ফেরেইদুন আব্বাসি ও তার স্ত্রী। মৃত্যুদ-ের আদেশ পাওয়া ব্যক্তি মোসাদের আট কর্মকর্তার সঙ্গে কয়েকবার বৈঠক করেছে এবং ইরানের সামরিক ও পরমাণু সংস্থা সম্পর্কে সংবেদনশীল তথ্য সরবরাহ করেছে। -ওয়েবসাইট
×