ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ॥ পরিকল্পনামন্ত্রী

১৬ হাজার ৭৫৫ কোটি টাকা খরচ তিন মাসে

প্রকাশিত: ০৪:১৪, ২৫ অক্টোবর ২০১৭

১৬ হাজার ৭৫৫ কোটি টাকা খরচ তিন মাসে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নের হার ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ’ বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, অর্থবছরের প্রথম তিন মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো সবমিলিয়ে ১৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয় করেছে, যা মোট এডিপি বরাদ্দের ১০ দশমিক ২১ শতাংশ। বিগত কোন অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপিতে এত বিশাল অংকের অর্থ খরচ করা যায়নি। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এডিপি বাস্তবায়নের তথ্য তুলে ধরেন। মন্ত্রী বলেন, সকল বিবেচনায় প্রথম প্রান্তিকের এডিপি বাস্তবায়ন সর্বকালের সর্বশ্রেষ্ঠ। চলতি অর্থবছরে টাকার অংকে এডিপির আকা গত অর্থবছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। তার ওপর অর্থবছরের শুরুতে অতি বৃষ্টি, বন্যার মতো দুর্যোগপূর্ণ পরিবেশ মোকাবেলা করতে হয়েছে। এরপরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আগে র‌্যান্ডম স্যাম্পলিংয়ের (দৈবচয়ণ পদ্ধতি) মাধ্যমে কিছু সুনির্দিষ্ট প্রকল্প মনিটরিং করা হতো। এখন ছোট-বড় সব প্রকল্পই তদারক করা হয়। এ কারণে বাস্তবায়ন হার বেড়েছে। মন্ত্রী জানান, গত অর্থবছরের প্রথম তিন মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো মোট বরাদ্দের ৯ শতাংশ বাস্তবায়ন করেছিল, যা টাকার অংকে ১০ হাজার ৭৮৯ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের হার ছিল ৭ শতাংশ, যা টাকার অংকে ৬ হাজার ৮০৬ কোটি টাকা। এর আগে ২০১৪-১৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে ৯ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল, টাকার অংকে এর পরিমাণ ছিল ৭ হাজার ৫৮৭ কোটি টাকা। উল্লেখ্য, চলতি অর্থবছরে এডিপির আকার ১ লাখ ৬৪ হাজার ৬৫ কোটি টাকা। এর মধ্যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয় ১০ হাজার ৬৫৮ কোটি টাকা।
×