ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তাসহ নিহত চার

প্রকাশিত: ০৫:৪৮, ২৪ অক্টোবর ২০১৭

সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তাসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় খুলনায় এনজিও কর্মকর্তা, ফরিদপুরে শিশুসহ দুই ও চুয়াডাঙ্গায় চালক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো। খুলনা ॥ সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার রাতে ডুমুরিয়া থেকে মোটরসাইকেলযোগে খুলনা শহরে আসার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙ্গার নিঝুমপুর এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত রফিকুল ইসলাম বেসরকারী সংস্থা আশা’র ডুমুরিয়া জোনাল কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ছিলেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, রফিকুল ইসলাম খুলনা মহানগরীর খালিশপুরে বসবাস করতেন। রবিবার রাতে অফিস শেষে তিনি ডুমুরিয়া উপজেলা সদর থেকে মোটরসাইকেলে খালিশপুরের বাসার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে রাত ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙ্গা নিঝুমপুর এলাকায় ট্রাক বা যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি মারা যান। ফরিদপুর ॥ সদর ও নগরকান্দায় সোমবার দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২০জন। জানা যায়, ঢাকা-খুলনা বিশ্বরোডের নগরকান্দা উপজেলার কানফোরদী নামক স্থানে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে বাগেরহাটগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফলে বাসযাত্রী জান্নাতী আক্তার নামে ১০ মাস বয়সের এক শিশু নিহত ও বাসের ২০ যাত্রী আহত হয়। এছাড়া ফরিদপুর মুসলিম মিশন দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী মাওলানা আবদুল মজিদ (৫৫) সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের রঘুনন্দনপুর এলাকার ফরিদপুর মুসলিম মিশনের প্রধান ফটকের সামনে দ্রুতগামী মাহেন্দ্রের চাপায় নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা ॥ জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে ট্রাকের ধাক্কায় এক আলমসাধু চালক নিহত ও ১ জন আহত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার আলমডাঙ্গা উপজেলার কান্তপুর গ্রামের ছাদেক মন্ডলের ছেলে নজরুল ইসলাম আলমসাধু নিয়ে চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড়ে যাচ্ছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে চুয়াডাঙ্গা ট-১১-০০২৪ নম্বরের একটি ট্রাক আলমসাধুকে ধাক্কা দেয়।
×