ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চবির জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শিক্ষা সামগ্রী উপহার

প্রকাশিত: ০৫:৪৩, ২৪ অক্টোবর ২০১৭

চবির জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শিক্ষা সামগ্রী উপহার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ সফরে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় চবির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট উপহার দেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী চবির সংস্কৃত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ল্যাপটপ, পুস্তক এবং বিপুলসংখ্যক শিক্ষাসামগ্রী উপহার হিসেবে প্রদান করেন। সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশন অফিসে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় ভারত সরকারের পক্ষ থেকে ভবিষ্যতেও এ আন্তরিকতা অব্যাহত থাকবে এ প্রত্যাশা ব্যক্ত করেন চবি উপাচার্য। সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর ড. সুপ্তিকণা মজুমদার এবং দূতাবাসের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×