ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘নতুন ড্যাপ প্রণয়ন করতে হবে’

প্রকাশিত: ০৪:০৪, ২৩ অক্টোবর ২০১৭

‘নতুন ড্যাপ প্রণয়ন করতে হবে’

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভবিষ্যত উন্নয়নের লক্ষ্যে একটি দূরদৃষ্টিসম্পন্ন ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান। তিনি এমনভাবে তা প্রণয়নের কথা বলেছেন যাতে করে, এই পরিকল্পনা শুধু নির্দিষ্ট সময়ের না হয়ে অনেক বছর পরও কাজে লাগে। এছাড়া আগের ড্যাপের ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে নতুন ড্যাপ প্রণয়ন করতে হবে। রবিবার সকালে রাজউক ভবনে চেয়ারম্যানের সভাপতিত্বে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ঢাকা নগরীর এলাকা ভিত্তিক বিস্তারিত পরিকল্পনা (ড্যাপ) সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
×