ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিরাপদ বিনিয়োগের জন্য সঠিক জ্ঞান প্রয়োজন

প্রকাশিত: ০৩:২৫, ২৩ অক্টোবর ২০১৭

নিরাপদ বিনিয়োগের জন্য সঠিক জ্ঞান প্রয়োজন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। এজন্য পুঁজিবাজার সম্পর্কে সঠিক জ্ঞান করে নিরাপদ বিনিয়োগ করতে হবে। শনিবার রাজধানীর পল্টনে পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আওতায় এই সেমিনারের আয়োজন করা হয়। গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এবং ইস্টার্ন ইউনিভার্সিটি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ সেমিনারে পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে ২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথম প্রবন্ধ উপস্থাপন করেন পোর্টফোলিও ব্যবস্থাপক মোঃ আহসান উল্লাহ রাজু। তিনি বিনিয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন। কীভাবে সঞ্চয় করতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে বিনিয়োগের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করতে হবে তার বিস্তারিত উপস্থাপন করেন তিনি। আর দ্বিতীয় উপস্থাপনায় পিএলএফএস ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মুক্তাদির পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোব সিকিউরিটিজের চেয়ারম্যান আজিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের অর্থনীতিতে পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে শিক্ষিত তরুণদের এ খাতে আরও এগিয়ে আসা উচিত। বিশেষ করে যারা ব্যবসায় শিক্ষা নিয়ে পড়ছেন। কারণ পুঁজিবাজারে বিনিয়োগের প্রধান শর্ত হল জেনে বুঝে বিনিয়োগ করা। নিরাপদ বিনিয়োগের জন্য জানার কোন বিকল্প নেই। আমি কোথায় বিনিয়োগ করছি তা নিরাপদ থাকবে কি না- আগে তা বিবেচনায় নিতে হবে। এ সময় ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের প্রফেসর আলী আহাদ ঠাকুর, সহকারী প্রফেসর নাইলা আল মাহমুদা, গ্লোব সিকিউরিটিজের ব্যবস্থাপক ইব্রাহিম ইকবাল, বনি ইয়ামিন, ওয়াজে আলীসহ কোম্পানির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×