ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মজার খবর

প্রকাশিত: ০৫:৪০, ২১ অক্টোবর ২০১৭

মজার খবর

মিষ্টি কুমড়ার প্রদর্শনী জার্মানিতে শীত আসার আগে খেত থেকে সব ধরনের সবজি তুলে ফেলা হয় এবং তখনই উৎসব পালন করা হয়। বর্তমানে যা জার্মানির ঐতিহ্যে পরিণত হয়েছে। জার্মানিতে এক ধরনের রুটিতে মিষ্টি কুমড়ার বিচি দেয়া হয় এবং সেই রুটি খেতে খুবই সুস্বাদু। পর পর দুই বছর ইউরোপে সবচেয়ে বেশি ওজনের মিষ্টি কুমড়ার জন্য শিরোপা জিতলেন বেলজিয়ামের কৃষক মাথিয়াস উইলেমিনস। তাঁর ফলানো কুমড়াটির ওজন এক টনেরও বেশি। বেলজিয়ামের কৃষক মাটিয়াস ভিলেমিনসের ‘কলোজাল’ মিষ্টি কুমড়াটির ওজন ১ হাজার ৮ কিলোগ্রাম। এ বছরের ৮ অক্টোবর জার্মানির শহর লুডভিগসবুর্গ এ কুমড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে শিরোপা জেতেন মাটিয়াস। ২৪ বছর বয়সী এই কৃষকের গতবারের কুমড়াটির ওজন অবশ্য এবারের চেয়ে বেশি ছিল। সেবার তাঁর কুমড়ার ওজন ছিল ১ হাজার ১৯০ কেজি, যা বিশ্ব রেকর্ড গড়েছিল।
×