ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের দেখতে আসছেন জর্দানের রানী রানিয়া

প্রকাশিত: ০৪:৪৬, ২১ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের দেখতে আসছেন জর্দানের রানী রানিয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নির্যাতন ও নিধনযজ্ঞের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জর্দানের রানী রানিয়া আল আবদুল্লাহ। আগামী সপ্তাহে তাঁর বাংলাদেশে আসার কথা রয়েছে বলে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ওয়েবসাইটের। রানিয়া বিশেষ ফ্লাইটে ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলবেন। মানবতার কল্যাণে বৈশ্বিকভাবে সামাজিক কার্যক্রম পরিচালনাকারী রানী রানিয়ার কক্সবাজার সফর রোহিঙ্গা ইস্যুতে জনমত সৃষ্টি বিশেষ করে ইস্যুটির ‘সংবেদনশীলতা’ বাড়বে বলে মনে করা হচ্ছে।
×