ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাগরে নিম্নচাপ, তিন নম্বর সতর্ক সঙ্কেত

প্রকাশিত: ০৪:১৩, ২০ অক্টোবর ২০১৭

সাগরে নিম্নচাপ, তিন নম্বর সতর্ক সঙ্কেত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম এবং উপকূলীয় এলাকায় শুক্র এবং শনিবার ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে ঝড়োহাওয়া। বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করা নিম্নচাপটি বাংলাদেশের দিকে ধেয়ে আসার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল হান্নান জনকণ্ঠকে জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে, কক্সবাজার থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। নিম্নচাপের গতিপথ সম্পর্কে তিনি জানান, এর অগ্রসর হওয়ার প্রবণতা বাংলাদেশের দিকে নয়। এটি ভারতের অন্ধ্র প্রদেশ হয়ে অতিক্রম করতে পারে। আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের প্রভাবে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার দমকা অথবা ঝড়োহাওয়া আকারে তা ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম এবং উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়াসহ ভারি বর্ষণের আশঙ্কা আছে। চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। সাগর উত্তাল এবং বাতাস থাকায় বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ফিশিং ট্রলারকে সতর্কতার সঙ্গে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।
×