ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ড্যাফোডিল ভার্সিটি ছাত্র হত্যাকারী দুজন গ্রেফতার, দায় স্বীকার

প্রকাশিত: ০৫:০৯, ১৯ অক্টোবর ২০১৭

ড্যাফোডিল ভার্সিটি ছাত্র হত্যাকারী দুজন গ্রেফতার, দায় স্বীকার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ওয়ারীতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজন গ্রেফতার, মোহাম্মদপুরে বিক্রয়কর্মীকে হত্যাকারী স্বামী গ্রেফতার, ছিনকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ আহত ও দুই ছিনতাইকারী গ্রেফতার, দুই মানবপাচারকারী গ্রেফতার এবং ট্রেনে কাটা পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার ঘটনায় দুইজন গ্রেফতার ॥ গত ৮ অক্টোবর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া শাখার কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু তালহা (২২) যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়। পুলিশ জানায়, ঘটনার দিন সকাল সাড়ে ছয়টার দিকে সে রাজধানীর টিকাটুলির কে এম দাস লেনের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বের হয়েছিল। রিক্সায় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। বাসা থেকে মাত্র একশ গজ দূরে যাওয়ার পর কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীর ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে খন্দকার আবু তালহার মৃত্যু হয়। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ওয়ারী থানা পুলিশ কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে আবদুর রহমান ওরফে মিলন (২০) ও বেলাল হোসেন ওরফে সবুজ (১৯) নামে দুইজনকে গ্রেফতার করে। বুধবার ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার ফরিদ উদ্দীন এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে তালহার ব্যবহৃত মানিব্যাগসহ আরও কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আবু তালহাকে হত্যার দায় স্বীকার করেছে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। দিন দুপুরে কর্মস্থলে স্ত্রীকে কুপিয়ে হত্যাকারী স্বামী গ্রেফতার ॥ গত ১৫ অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এক্স-২৩ নম্বর রাজিয়া সুলতানা রোড়ে অবস্থিত নব্য বুটিকস নামের ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী মোছাঃ রোকসানা আক্তার টুম্পাকে (২৬) তার কর্মস্থলেই হত্যা করে তারই স্বামী সবুজ শেখ (১৯)। টুম্পার পিতার নাম আবুল বাশার হাজারী। বাড়ি ভোলা সদর জেলার কাঁঠালী গ্রামে। হত্যার পরই সবুজ পালিয়ে যায়। গত মঙ্গলবার র‌্যাব-২ এর একটি দল যশোরের এসআর হোটেল থেকে সবুজকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে। র‌্যাব-২ জানায়, সবুজের পিতার নাম মৃত মুনসুর আলী শেখ। বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন বরইবুনিয়া গ্রামে। টুম্পা ছিল সবুজের দ্বিতীয় স্ত্রী। টুম্পার সঙ্গে সবুজের প্রথম বিয়ের আগ থেকেই প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে তারা বিয়ে করে। টুম্পা সবুজের দ্বিতীয় স্ত্রী হয়। বিষয়টি টুম্পার পরিবার মেনে নিতে পারেনি। তারা টুম্পার সঙ্গে তারই ফুপাত ভাইয়ের বিয়ে ঠিক করে। পরবর্তীতে টুম্পা সবুজকে বিয়ে করে। বিয়ের বছরখানেক পরে দাম্পত্য কলহ শুরু হয়। টুম্পা সবুজকে ২ বছর পরে ডিভোর্স দেয়। ডিভোর্স হওয়ার কিছুদিন পরে তারা আবার সাভারের একটি কাজী অফিসে বিবাহ করে। সবুজ শপার্স ওয়ার্ল্ডে আর টুম্পা মিরপুর বুটিকস ফ্যাশনে বিক্রয়কর্মী হিসেবে যোগদান করে। তারা মিরপুরের একটি ভাড়া বাসায় থাকত। সবুজের সন্দেহমূলক মনোভাবের কারণে আবার পরিবারে অশান্তির সৃষ্টি হয়। সর্বশেষ সবুজের চাচাত ভাই নাসিরের নব্য বুটিকস নামের দোকানে টুম্পা বিক্রয়কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন। এমন ঘটনায় সবুজের সন্দেহ আরও প্রকট হয়। ঘটনার দিন সকালে সবুজ ওই দোকানে গেলে পারিবারিক বিষয়াদি নিয়ে ব্যাপক ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সবুজ সঙ্গে রাখা চাকু দিয়ে টুম্পাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় মামলা হয়। ঢাকায় ছিনতাইকারী ধরার সময় দুই পুলিশ আহত, দুই ছিনতাইকারী আটক ॥ মঙ্গলবার রাত তিনটার দিকে রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় ছিনতাই করে পালানোর সময় পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে আঘাত করলে এএসআই ইমতিয়াজ ও কনস্টেবল গোলাম আজম আহত হন। পুলিশ আহত অবস্থায়ই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকালে দুই ছিনতাইকারী আহত হয়। আহত ছিনতাইকারীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুই জন নিহত ॥ মঙ্গলবার রাত নয়টার দিকে রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে রাহিমা আক্তারের (২৫) মৃত্যু হয়। সে বেসরকারী পিপলস বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ছিল। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়। পিতার নাম আবদুল বাসেত শিকদার। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়। দুই মানবপাচারকারী গ্রেফতার ॥ গত মঙ্গলবার রাতে র‌্যাব-৩ এর একটি দল পল্টন এলাকা থেকে মোকলেছুর রহমান (৩৮) ও মোঃ জয়দুল হোসেন (৪২) নামের দুই মানবপাচারকারীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে মানবপাচারের অনেক আলামত জব্দ হয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য। চক্রটি স্থানীয় দালালদের মাধ্যমে দরিদ্র লোকদের মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধ কাগজপত্র ও জাল ভিসার মাধ্যমে ইরাকে পাচার করে আসছিল। ইরাকে পাচারকৃতদের আটকে রেখে তাদের ওপর অমানুষিক নির্যাতন করে বাংলাদেশে থাকা তাদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করত স্থানীয় দালালরা। ইতোমধ্যেই এমন বেশ কয়েকটি লিখিত অভিযোগ জমা পড়েছে র‌্যাবের কাছে।
×