ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কোরিয়ার কাছে হেরে সুপার ফোরে উঠতে ব্যর্থ চীন

প্রকাশিত: ০৫:২১, ১৭ অক্টোবর ২০১৭

কোরিয়ার কাছে হেরে সুপার ফোরে উঠতে ব্যর্থ চীন

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপ হকিতে সোমবার শেষ হয়েছে গ্রুপ পর্যায়ের খেলা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এদিন অনুষ্ঠিত হয় ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ। দ্বিতীয় ও শেষ ম্যাচে চীনকে ৪-১ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের পাঁচ গোলের চারটিই হয় পেনাল্টি কর্নার থেকে! নিজেদের তৃতীয় খেলায় এটা এই আসরের সর্বাধিক চারবার এবং বর্তমান চ্যাম্পিয়ন কোরিয়ার দ্বিতীয় জয়। ৬ পয়েন্ট তাদের। এর ফলে গ্রুপ রানার্সআপ হওয়ার পাশাপাশি ‘সুপার ফোর’-এও নাম লেখানো নিশ্চিত করল বিশ্ব হকির ত্রয়োদশ র‌্যাঙ্কিংধারীরা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা অষ্টাদশ র‌্যাঙ্কিংধারী চীনের দ্বিতীয় হার। পয়েন্ট ৩। পয়েন্ট টেবিলে অবস্থান চার দলের মধ্যে তৃতীয়। এই হারে সুপার ফোরে খেলার স্বপ্ন ধূলিসাত হয়ে গেল চীনের। অথচ কোরিয়াকে হারালেই সুপার ফোরে যেতে পারত তারা। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে শোচনীয়ভাবে হেরে শুরুটা করলেও দ্বিতীয় ম্যাচেই ওমানকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল চীন। এই জয়ে সুপার ফোরে যাবার আশা জিইয়ে রেখেছিল তারা। সুপার ফোরের লাইনআপ হলো : মালয়েশিয়া, পাকিস্তান, ভারত ও দক্ষিণ কোরিয়া। প্রথম দিনের সিডিউল হলো : মালয়েশিয়া বনাম পাকিস্তান (১৮অক্টোবর, বিকেল ৩টায়), ভারত বনাম দক্ষিণ কোরিয়া (১৮ অক্টোবর, বিকেল সাড়ে ৫টায়)। আর পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে খেলবে চার দল। তারা হলো বাংলাদেশ, ওমান, চীন ও জাপান। বাংলাদেশের প্রথম ম্যাচ চীনের বিরুদ্ধে (পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ) আগামী ১৯ অক্টোবর, রাত ৮টায়। যদি ওই ম্যাচে বাংলাদেশে জেতে, তাহলে পঞ্চম স্থান অধিকার করবে তারা। সেক্ষেত্রে আর কোন ম্যাচ খেলতে হবে না তাদের। আর হারলে তাদের খেলতে হবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে কোরিয়ানরা। প্রথম গোলটি আদায়ের জন্য ১০ মিনিট পর্যন্ত চেষ্টা করতে হয় তাদের। পেনাল্টি কর্নার (পিসি) থেকে প্রথম গোলটি করে তারা। গোলদাতা জাং জংইউন (১-০)। এই গোল হজমের পর থেকেই ভিন্ন রূপে দেখা যায় চীনা দলকে। পাল্টা আক্রমণ করে খেলতে থাকে তারা। ব্যতিব্যস্ত করে তোলে কোরিয়ান রক্ষণভাগ। একের পর এক আক্রমণ করে অবশেষে ৩৮ মিনিটে সমতায় ফেরে তারা। পিসি পায় তারা। পিসি থেকে গোল করে চীনাদের আনন্দের উপলক্ষ এনে দেন ডু তালাকে (১-১)। তবে তাদের এই আনন্দ নিরানন্দে পরিণত হয় মিনিট পাঁচেক পরেই। ৪৩ মিনিটে আবার পিসি পায় তারা। আবারও গোল করে দলকে এগিয়ে দেন সেই জাং জংইউন (২-১)। ৪৭ মিনিটে কিম সিউঙ্গডশফ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১। খেলা শেষ হবার তিন মিনিট আগে (৫৭ মিনিটে) আবারও পিসি থেকে গোল করলে পরাজয় নিশ্চিত হয়ে যায় চীনের। গোল করেন কোরিয়ার ইয়াং জি হুন (৪-১)। শেষ পর্যন্ত ওই স্কোরেই খেলা শেষ হলে সুপার ফোরে যাবার চিত্তসুখ নিয়ে কোরিয়া এবং সুপার ফোরে না যাবার বেদনা নিয়ে টার্ফ ছাড়ে চীনা হকি দল।
×