ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ॥ ১০ শ্রমিক আহত

প্রকাশিত: ০৫:১৯, ১৫ অক্টোবর ২০১৭

সিদ্ধিরগঞ্জে বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ॥ ১০ শ্রমিক আহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের সাইলো রোড এলাকার দুটি গার্মেন্টস কারখানা শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ সৃষ্টি করেছে। এ সময় শ্রমিকরা টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয়া হলে তারা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় ১০ শ্রমিক আহত হয়েছে। সড়ক অবরোধের কারণে এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাটি শনিবার সকালে। জানা গেছে, রানস এ্যাপারেলস এবং ওল্ড টাউন ফ্যাশন গার্মেন্টসে দেড় হাজার শ্রমিক কাজ করছে। শ্রমিকদের অভিযোগ কারখানার মালিক পক্ষ গত ৩ মাস ধরে কোন বেতন দিচ্ছে না। বেতন চাইলে আজ-কাল দেয়া হবে বলে সময় ক্ষেপণ করছে। এতে শ্রমিকরা শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকাল থেকে আন্দোলনে নামে। শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ সৃষ্টি করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা সড়কে বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ-৪, নারায়ণগঞ্জের সদস্য এসে শ্রমিকদের রাস্তা থেকে সরে যেতে বললে শ্রমিকরা অবরোধ চালিয়ে যেতে থাকে। পরে পুলিশ শ্রমিকদের ধাওয়া দেয়। পরে শ্রমিকরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জুয়েল (২০), বিলকিস (২২), সকিনা (২৬), জাহানারা (২৫), ইলিয়াস (২৮), রাশিদাসহ কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়। পরে মালিক পক্ষ শ্রমিকদের বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
×