ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিও’র অর্থ ব্যবহার না করেই শেফার্ডের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৩:৩২, ১৫ অক্টোবর ২০১৭

আইপিও’র অর্থ ব্যবহার না করেই শেফার্ডের লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থের অর্ধেকও এখন ব্যবহার করতে পারেনি শেফার্ড ইন্ডাস্ট্রিজ। এরই মধ্যে মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর ঘোষণা দিয়েছে। এমতাবস্থায় কোম্পানির বোনাস শেয়ার ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণত ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিগুলো বোনাস শেয়ার প্রদান করে থাকে। কিন্তু ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে আইপিওতে উত্তোলিত অর্থ এখনও ব্যবহার করতে পারেনি শেফার্ড ইন্ডাস্ট্রিজ। তারপরেও ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় মঙ্গলবার বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর ঘোষণা দিয়েছে শেফার্ড কর্তৃপক্ষ। দেখা গেছে, চলতি বছরে শেফার্ড ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে। এর মধ্যে এখনও ১১ কোটি ৩১ লাখ বা ৫৭ শতাংশ টাকা অব্যবহৃত রয়েছে। যা সম্পন্ন ব্যবহার করতে ২০১৮ সালের ৮ অক্টোবর পর্যন্ত সময় লাগবে। তারপরেও কোম্পানি কর্তৃপক্ষ ২০১৬-১৭ অর্থবছরের মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ না করে, বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেফার্ড ইন্ডাস্ট্রিজে বোনাস শেয়ার ইস্যুতে ১২ কোটি ৪২ লাখ টাকার মূলধন বাড়বে। এছাড়া রিজার্ভের পরিমাণও বাড়বে। কোম্পানিটির ২০১৬-১৭ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৪ টাকা। এর বিপরীতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ১ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে মুনাফার ৮৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যাতে বাকি প্রতিটি শেয়ারে ০.১৪ টাকা বা ১২ শতাংশ রিজার্ভে যোগ হবে।
×