ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নওগাঁয় শিক্ষিকার প্রহারে শিক্ষার্থী আহত

প্রকাশিত: ০৪:১৪, ১৪ অক্টোবর ২০১৭

নওগাঁয় শিক্ষিকার প্রহারে শিক্ষার্থী আহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ অক্টেবর ॥ বদলগাছীতে এক স্কুলশিক্ষিকার প্রহারে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে সাত শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করলেও গুরুতর আহত তিন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। ঘটনায় ওই শিক্ষিকাকে বাধ্যতামূলক ছুটি দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। আহত শিক্ষার্থী নুসরাত জাহান, মোশারাত মালিহা চৌধুরী ও সুমাইয়া মাহমুদ জানায়, বুধবার তারা পঞ্চম শ্রেণীর ১০-১২ জন শিক্ষার্থী মিলে ক্লাসের ফাঁকে স্কুলে আগত মুড়ির দোকান থেকে ঝালমুড়ি কিনে খায়। এ অপরাধে ওই স্কুলের শিক্ষিকা নাদিরা আক্তার ১০ শিক্ষার্থীকে ডেকে তাদের হাতের তালুতে বেত দ্বারা বেদম প্রহার করেন। এতে ১০ শিক্ষার্থী আহত হয়। তার মধ্যে তিন শিক্ষার্থীর ডান হাতে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হলে বাড়ি ফিরে ঘটনাটি তাদের বাবা-মাকে জানালে স্থানীয় গ্রাম্য ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু প্রাথমিক চিকিৎসায় তিন শিক্ষার্থী নুসরাত জাহান, মোশারাত মালিহা চৌধুরী ও সুমাইয়া মাহমুদ সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার পঞ্চম শ্রেণীর মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। নুসরাত জাহানের বাবা ছারোয়ার জাহান চৌধুরী বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের শেষে শিক্ষার্থী নুসরাত জাহান, মোশারাত মালিহা চৌধুরী ও সুমাইয়া মাহমুদকে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যান। এ বিষয়ে চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ জাহিদ নজরুল চৌধুরী জানান, আহত তিন শিক্ষার্থীর ডান হাতের তালুতে ফোলা জখম রয়েছে। তাদের মধ্যে শিক্ষার্থী মোশারাত মালিহা চৌধুরীর ডান হাতের তালুসহ বৃদ্ধাঙ্গুলির গোড়ায় চির ধরেছে। তাদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। শিক্ষিকা নাদিরা আক্তারের প্রহারে ওই তিন শিক্ষার্থীসহ অন্য শিক্ষার্থীরা হলোÑ একই ক্লাসের সালমান হোসেন, শেফাউল হোসেন, ঐশি ওরফে আশা, নাছিমা আক্তার, তৃষা রানী মহন্ত, সৌরভ ও সাদিকুল ইসলাম। ওই শিক্ষাকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
×